Return to Video

ড্যান ডেনেট: সুন্দর, সেক্সি, মিষ্টি, মজার

  • 0:00 - 0:03
    আমি এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ডারউইনের উপর বক্তৃতা করি,
  • 0:03 - 0:05
    এবং সচরাচর যা নিয়ে আমি আলোচনা করি
  • 0:05 - 0:08
    তা হল ডারউইনের এক আশ্চর্যজনক যুক্তি-বিপর্যাস।
  • 0:08 - 0:13
    ওই শিরোনামটি, ওই বাক্যটি, আমি নিয়েছি একজন সমালোচক, একজন প্রাচীন সমালোচকের থেকে;
  • 0:13 - 0:17
    এবং এই পরিচ্ছেদটি আমার বিশেষ প্রিয়, যা আমি আপনাদের পড়ে শোনাতে চাই।
  • 0:17 - 0:22
    এই যে তত্ত্বটি নিয়ে আমাদের কাজ করতে হয়, তাতে সম্পূর্ণ অজ্ঞতাই হচ্ছে মূল নির্মাতা,
  • 0:22 - 0:27
    তাই সমগ্র ব্যবস্থাটির মূল তত্ত্ব হিসাবে আমরা ঘোষণা করতে পারি,
  • 0:27 - 0:30
    যে একটি নিখুঁত এবং সুন্দর যন্ত্র তৈরি করতে
  • 0:30 - 0:33
    সেটি কী ভাবে তৈরি করতে হয় তা জানার প্রয়োজন নেই।
  • 0:33 - 0:37
    খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, এই বক্তব্যটিই বোঝাচ্ছে
  • 0:37 - 0:41
    ওই তত্ত্বের মূল বক্তব্যটি
  • 0:41 - 0:45
    এবং অল্প কথায় প্রকাশ করছে ডারউইনের সামগ্রিক বক্তব্যকেও;
  • 0:45 - 0:49
    যিনি, যুক্তির এক আশ্চর্যজনক বিপর্যাসের দ্বারা,
  • 0:49 - 0:52
    মনে করেন যে সম্পূর্ণ অজ্ঞতা আসলে যথার্থই যোগ্য
  • 0:52 - 0:58
    সৃষ্টির দক্ষতার পিছনে কারণ হিসাবে সম্পূর্ণ জ্ঞান-এর স্থান নেওয়ার জন্য।
  • 0:58 - 1:05
    ঠিক। ঠিক। আর কী আশ্চর্য বিপর্যাস।
  • 1:05 - 1:09
    একটি সৃষ্টিতত্ত্ববাদী প্রচারপত্রে এই দারুণ অংশটি ছিল:
  • 1:09 - 1:11
    পরীক্ষা নম্বর দুই:
  • 1:11 - 1:15
    আপনি কি এমন কোনো বাড়ির কথা জানেন যার কোনো স্থপতি নেই? হ্যাঁ / না।
  • 1:15 - 1:18
    আপনি কি এমন কোনো ছবির কথা জানেন যার কোনো আঁকিয়ে নেই? হ্যাঁ / না।
  • 1:18 - 1:22
    আপনি কি এমন কোনো গাড়ির কথা জানেন যার কোনো নির্মাতা নেই? হ্যাঁ / না।
  • 1:22 - 1:27
    যদি উপরের কোনো প্রশ্নে "হ্যাঁ" উত্তর দিয়ে থাকেন, তবে ব্যাখ্যা করুন।
  • 1:27 - 1:33
    আ-হা! এটা সত্যিই এক আশ্চর্যজনক যুক্তি-বিপর্যাস।
  • 1:33 - 1:37
    আপনি ভাববেন, এটা যুক্তিযুক্তই বটে
  • 1:37 - 1:41
    যে সৃষ্টির জন্য একজন বুদ্ধিমান সৃষ্টিকর্তা প্রয়োজন।
  • 1:41 - 1:43
    কিন্তু ডারউইন দেখিয়েছেন যে তা নেহাতই ভুল।
  • 1:43 - 1:48
    আজকে অবশ্য আমি ডারউইনের অন্য চমকপ্রদ বিপর্যাসটি নিয়ে বলব,
  • 1:48 - 1:54
    যেটিও প্রথমে একই রকম আশ্চর্যজনক মনে হয়, এবং প্রায় একই রকম গুরুত্বপূর্ণ।
  • 1:54 - 2:01
    এটা ভাবা যৌক্তিক যে আমরা চকোলেট কেক খেতে ভালোবাসি কারণ তা মিষ্টি।
  • 2:01 - 2:07
    পুরুষেরা এরকম নারীর প্রতি আকৃষ্ট হন, কারণ তাঁরা সেক্সি।
  • 2:07 - 2:11
    আমরা শিশুদের পছন্দ করি কারণ তারা সুন্দর।
  • 2:11 - 2:20
    আর অবশ্যই, আমরা কৌতুক শুনে হাসি কারণ সেগুলো মজাদার।
  • 2:20 - 2:27
    কিন্তু এগুলো সবই উলটো। আসলেই। এবং ডারউইন আমাদের দেখিয়েছেন যে তা কেন।
  • 2:27 - 2:35
    মিষ্টি দিয়েই শুরু করি। আমাদের মিষ্টি-প্রীতি আসলে একরকম বিবর্তিত শর্করা-নির্ণায়ক,
  • 2:35 - 2:39
    কারণ শর্করায় অনেক খাদ্যশক্তি আছে, এবং তাই আমাদের মস্তিস্ক তা পছন্দ করতে শিখেছে,
  • 2:39 - 2:44
    স্থুল ভাবে বলতে গেলে, এই করণেই আমরা মিষ্টি ভালোবাসি।
  • 2:44 - 2:51
    মধু খেতে মিষ্টি কারণ আমরা তা পছন্দ করি, এমন নয় যে "আমরা মধু খেতে পছন্দ করি কারণ তা মিষ্টি।"
  • 2:51 - 2:56
    মধুর 'স্বকীয় মিষ্টত্ব' বলে কিছু নেই।
  • 2:56 - 3:00
    গ্লুকোজ অণু-দের দিকে অনন্তকাল ধরে চেয়ে থাকলেও
  • 3:00 - 3:03
    আপনি বুঝতে পারবেন না যে তাদের স্বাদ মিষ্টি লাগে কেন।
  • 3:03 - 3:09
    এরা মিষ্টি কেন, তা বুঝতে গেলে আপনাকে আমাদের মস্তিষ্কের ভিতরে তাকাতে হবে।
  • 3:09 - 3:11
    তাই, আপনি যদি ভাবেন যে প্রথমে মিষ্টত্ব বলে কিছু ছিল,
  • 3:11 - 3:13
    আর আমরা বিবর্তিত হয়েছি সেই মিষ্টত্ব-কে পছন্দ করার জন্য,
  • 3:13 - 3:17
    তাহলে আপনি উলটো ভাবছেন; এরকম ধারণা ভুল। এটা ঘটেছে ঠিক বিপরীত ভাবে।
  • 3:17 - 3:21
    আমাদের মস্তিষ্কের বিবর্তনের সাথে সাথে মিষ্টত্বের উদ্ভব হয়েছে।
  • 3:21 - 3:25
    এবং এই তরুণীদেরও কোনো 'অন্তর্নিহিত আবেদন' নেই।
  • 3:25 - 3:30
    এবং এই ব্যপারটা ভালোই যে এমন কিছু নেই, কারণ যদি থাকত,
  • 3:30 - 3:34
    তাহলে প্রকৃতির বড় একটা সমস্যা হত:
  • 3:34 - 3:39
    শিম্পাঞ্জি'দের দিয়ে কী করে প্রজনন করানো যাবে?
  • 3:41 - 3:49
    এখন আপনি ভাবতে পারেন, আচ্ছা, একটা উপায় আছে: দৃষ্টিবিভ্রম।
  • 3:49 - 3:53
    হ্যাঁ, সেটা একটা উপায় বটে, তবে তার চেয়ে সহজতর একটা পথ আছে।
  • 3:53 - 3:56
    তাদের মস্তিষ্ককে এমনভাবে সাজানো, যে তারা ওই চেহারাকেই পছন্দ করে,
  • 3:56 - 3:59
    এবং তারা তাই-ই করে।
  • 3:59 - 4:03
    ব্যাস, এইটুকুতেই হয়।
  • 4:04 - 4:08
    ষাট লাখ বছর ধরে, আমরা আর শিম্পাঞ্জিরা আলাদা পথে বিবর্তিত হয়েছি।
  • 4:08 - 4:11
    অদ্ভুতভাবে, আমাদের শরীর লোমহীন হয়েছে;
  • 4:11 - 4:15
    কিন্তু তাদের হয় নি, যে কারণেই হোক।
  • 4:15 - 4:27
    যদি আমরা তেমন না হতাম, তাহলে হয়ত এমন-ই সবচেয়ে সেক্সি বলে গণ্য হত।
  • 4:27 - 4:32
    আমাদের মিষ্টি-প্রীতি হচ্ছে উচ্চ-শক্তি-প্রদায়ী খাদ্যের প্রতি বিবর্তন-সৃষ্ট স্বভাবগত আকর্ষণ।
  • 4:32 - 4:35
    তা চকোলেট কেকের জন্য পরিকল্পিত ছিল না।
  • 4:35 - 4:38
    চকোলেট কেক একপ্রকার অতিপ্রাকৃত উদ্দীপক।
  • 4:38 - 4:40
    এই শব্দটির স্রষ্টা নিকো টিনবার্গেন,
  • 4:40 - 4:42
    যিনি গাল-দের উপর তাঁর বিখ্যাত পরীক্ষাটি করেছিলেন,
  • 4:42 - 4:46
    যেখানে তিনি দেখেছিলেন, গাল-দের ঠোঁটের উপর ওই কমলা বিন্দুটি --
  • 4:46 - 4:48
    তিনি যদি বিন্দুটিকে আরো বড় একটা কমলা দাগ বানিয়ে দেন
  • 4:48 - 4:50
    তাহলে গাল-এর ছানারা সেটায় আরো জোরে ঠোকরাতে থাকে।
  • 4:50 - 4:53
    এটা তাদের জন্য এক অতি-উদ্দীপক ছিল, এবং সেটা তারা খুবই পছন্দ করত।
  • 4:53 - 4:57
    আমরা দেখি, এই যেমন ধরুন, চকোলেট কেকের ক্ষেত্রেও
  • 4:57 - 5:02
    যে সেটা একটা অতিপ্রাকৃত উদ্দীপক, আমাদের মনের জন্য।
  • 5:02 - 5:05
    এবং অতিপ্রাকৃত উদ্দীপক অজস্র আছে, চকোলেট কেক তার মধ্যে একটা।
  • 5:05 - 5:08
    সেক্সি-ভাবের জন্যও অনেক অতিপ্রাকৃত উদ্দীপক আছে।
  • 5:08 - 5:14
    এমন কি সুন্দর ভাবের জন্যও অতিপ্রাকৃত উদ্দীপক আছে। একটা ভালো উদাহরণ দিই।
  • 5:14 - 5:19
    এটা দরকারি যে আমরা শিশুদের ভালোবাসি, এবং আমাদের তাদের প্রতি বিতৃষ্ণা না জন্মায়, এই ধরুন, নোংরা ডায়াপারের জন্য।
  • 5:19 - 5:25
    তাই শিশুদের দরকার আমাদের মনোযোগ এবং যত্ন আকর্ষণ করা, এবং বাস্তবিক তারা তাই করে।
  • 5:25 - 5:29
    ও, ভাল কথা, এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে মায়েরা
  • 5:29 - 5:32
    তাদের নিজেদের শিশুর নোংরা ডায়াপারের গন্ধই পছন্দ করেন।
  • 5:32 - 5:35
    অতএব প্রকৃতি বহু স্তরে তার প্রভাব রাখে।
  • 5:35 - 5:40
    কিন্তু যদি, শিশুরা যেমন দেখতে তেমন না হত, তারা যদি এইরকম দেখতে হত,
  • 5:40 - 5:44
    তাহলে এমন চেহারাই আমাদের স্নেহাষ্পদ বলে মনে হত, আমরা এমনই দেখতাম --
  • 5:44 - 5:50
    আমরা এমনই ভাবতাম, যে ওহ ঈশ্বর, আমি একেই বুকে জড়িয়ে ধরতে চাই।
  • 5:50 - 5:52
    এই হল সেই আশ্চর্যজনক বিপর্যাস।
  • 5:52 - 5:59
    আচ্ছা, অবশেষে, মজা'র বিষয়ে। আমার উত্তর হল, এ-ও ঠিক ওই একই ঘটনা, ঠিক একই ঘটনা।
  • 5:59 - 6:03
    এইটা কঠিনতর, কারণ এর ব্যাপারটা ঠিক প্রকট নয়। তাই আমি এটাকে শেষে আলোচনা করার জন্য রেখে দিই।
  • 6:03 - 6:05
    এবং এটার সম্বন্ধে আমি খুব বেশি কিছু আলোচনা করতে পারব না।
  • 6:05 - 6:11
    কিন্তু আপনাকে বিবর্তনের দৃষ্টিতে দেখতে হবে, আপনাকে ভাবতে হবে, কোন কঠিন কাজটা যেটা করা প্রয়োজন --
  • 6:11 - 6:14
    যেটা জটিল কাজ, কাউকে-না-কাউকে করতে হবে ---
  • 6:14 - 6:22
    তাই এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা একটা শক্তিশালী, স্বকীয় পুরষ্কার পাই, যদি আমরা সফল হই।
  • 6:22 - 6:26
    এবার আমরা, আমি ও আমার সহকর্মীরা, মনে হয়, একটা উত্তরে পোঁছতে পেরেছি।
  • 6:26 - 6:30
    এটা একটা স্নায়বিক ব্যবস্থা, যা গড়ে উঠেছে আমাদের মস্তিষ্ককে পুরষ্কৃত করবার জন্য,
  • 6:30 - 6:35
    একটা ক্লান্তিকর একঘেয়ে কাজ করার পর।
  • 6:36 - 6:40
    এই চিন্তাধারার জন্য আমাদের স্লোগান হল এই
  • 6:40 - 6:43
    যে এটা ত্রুটি সংশোধনের আনন্দ।
  • 6:43 - 6:45
    বিস্তারিত আলোচনা করার সময় নেই,
  • 6:45 - 6:50
    তবে এটুকু বলব যে কেবল কয়েক ধরনের সংশোধনের কাজই কিন্তু ওই পুরষ্কার পায়।
  • 6:50 - 6:58
    এবং আমরা যা করছি, তা হল হাস্যরসকে স্নায়ু-বিজ্ঞানের তদন্তে ব্যবহার করা,
  • 6:58 - 7:02
    মজা'কে অন/অফ করে, একটা কৌতুককে পরিবর্তন করে করে --
  • 7:02 - 7:04
    না, এখন এটা মজার লাগছে না... ওহ, এখন লাগছে...
  • 7:04 - 7:06
    আরেকটু মজা বাড়িয়ে দেখি... না, এখন আর মজার নেই...
  • 7:06 - 7:09
    এই ভাবে, আমরা আসলে কিছু শিখতে পারি
  • 7:09 - 7:11
    আমাদের মস্তিষ্কের গঠন সম্পর্কে,
  • 7:11 - 7:13
    তার প্রক্রিয়াগত গঠন সম্পর্কে।
  • 7:13 - 7:18
    ম্যাথু হার্লি এর প্রধান লেখক। আমরা এটাকে 'হার্লি মডেল' নাম দিয়েছি।
  • 7:18 - 7:22
    তিনি একজন কম্পিউটার বিজ্ঞানী, রেজিনাল্ড অ্যাডামস একজন মনস্ত্বত্ত্ববিদ, আর আছি আমি,
  • 7:22 - 7:24
    আমরা একসাথে এই তত্ত্বগুলিকে একটা বইয়ের রূপ দিচ্ছি।
  • 7:24 - 7:27
    আপনাদের অনেক ধনবাদ।
Title:
ড্যান ডেনেট: সুন্দর, সেক্সি, মিষ্টি, মজার
Speaker:
Dan Dennett
Description:

শিশুরা কেন সুন্দর? কেক কেন মিষ্টি? কিছু অপ্রত্যাশিত উত্তর দিচ্ছেন দার্শনিক ড্যান ডেনেট, বিবর্তনের অনুসারে কিছু অভাবনীয় যুক্তির মাধ্যমে সুন্দর, সেক্সি, মিষ্টি ও মজার জিনিসকে ব্যাখ্যা করে (এবং জোকস কেন মজাদার, সে বিষয়ে ম্যাথু হার্লি'র একটি নতুন তত্ত্বের মাধ্যমে)

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
07:32
Mohammad Fasih-Ul Islam edited Bengali subtitles for Cute, sexy, sweet, funny
Kaustubh Adhikari added a translation

Bengali subtitles

Revisions