যৌক্তিক ভাবেই, সকল অণুর মধ্যে গুরুত্বপুর্ণ একটি জীববিজ্ঞানে এটিপি। এটিপি, যার মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট যা শুনতে অনেক জটিল মনে হয় কিন্তু, সবাইকে মনে রাখতে হবে, অথবা যখনি আপনি এটিপি দেখবেন জৈবরাসায়নিক বিক্রিয়ার সাথে জরিত মাঝেমধ্যে আপনার মস্তিস্ক বলেবে, হেয় আমরা কথা বলছি বায়োলজিকেল শক্তি অথবা অন্যভাবে চিন্তা করলে বলা যায় এটিপি হচ্ছে মুদ্রাস্বরূপ-- আমি বলবও উক্তি হিসেবে "বায়োলজিক্যল শক্তি" এখন এটা কিভাবে শক্তিমুদ্রা হিসেবে কাজ করে? শুধু এটিপি র কথা মনে রাখলেই হবে।