1 00:00:08,985 --> 00:00:12,874 ওহে! হে! স্কয়ার! (তাহরির স্কয়ার) 2 00:00:12,874 --> 00:00:17,068 এতদিন কোথায় ছিলে তুমি? 3 00:00:17,068 --> 00:00:21,394 তোমার মাঝেই আমরা গান গাই, তোমার মাঝেই আমরা লড়ি। 4 00:00:21,394 --> 00:00:25,394 আতঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করি আর তারপর প্রার্থনা করি। 5 00:00:26,163 --> 00:00:29,883 তোমার মাঝেই আমরা একতাবদ্ধ থাকি, সারাদিন, সারারাত। 6 00:00:29,883 --> 00:00:34,385 তুমি সাথে থাকলে আমাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। 7 00:00:34,385 --> 00:00:38,837 স্বাধীনতার সুর আমাদের একতাবদ্ধ করেছে। 8 00:00:38,837 --> 00:00:43,237 অবশেষে আমাদের জীবনযুদ্ধের মূল্য পেয়েছি। 9 00:00:43,237 --> 00:00:47,680 আর পিছু হটা নয়, আমাদের স্বর এখন উঁচু থাকবেই। 10 00:00:47,680 --> 00:00:52,880 স্বপ্ন দেখতে আর কোন বাধা নেই। 11 00:00:52,880 --> 00:00:56,338 ওহে! হে! স্কয়ার! (তাহরির স্কয়ার) 12 00:00:56,338 --> 00:01:00,794 এতদিন কোথায় ছিলে তুমি? 13 00:01:00,794 --> 00:01:04,754 বাধার দেয়াল ভেঙে দিয়েছ, আলো জ্বালিয়েছো তুমি! 14 00:01:04,754 --> 00:01:09,640 জর্জরিত জনগণকে করেছ এক। 15 00:01:09,640 --> 00:01:14,080 আমাদের নতুন করে জন্ম হয়েছে। 16 00:01:14,280 --> 00:01:17,606 নাছোড় এক স্বপ্নের জন্ম হয়েছে। 17 00:01:17,606 --> 00:01:22,563 সবকিছু ভালো চোখে দেখতে আর রাজি নই। 18 00:01:22,563 --> 00:01:26,745 ভুল-ত্রুটি সত্ত্বেও 19 00:01:26,745 --> 00:01:31,291 আমাদের দেশকে, আমাদের সন্তানদের আমরা রক্ষা করবই। 20 00:01:31,291 --> 00:01:36,388 যে তরুণদের আমরা হারিয়েছি তাদের কখনোই ভুলব না। 21 00:01:36,465 --> 00:01:39,982 ওহে! হে! স্কয়ার! (তাহরির স্কয়ার) 22 00:01:39,982 --> 00:01:44,188 এতদিন কোথায় ছিলে তুমি? 23 00:01:44,188 --> 00:01:48,720 তোমাকে নিয়েই আমরা বুঝতে শিখেছি, তোমাকে নিয়েই আমরা শুরু করেছি। 24 00:01:48,720 --> 00:01:52,880 আর দূরে নয়, আর শেষ নয়। 25 00:01:52,880 --> 00:01:57,258 আমাদের দুই হাত দিয়েই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করেছি। 26 00:01:57,258 --> 00:02:01,695 তুমি আমাদের পথ দেখিয়েছো, বাকিটা আমাদের দায়িত্ব। 27 00:02:01,695 --> 00:02:06,280 মাঝে মাঝে আমি চিন্তিত হই, তুমি হয়তো শুধুই স্মৃতি হয়ে থাকবে। 28 00:02:06,280 --> 00:02:10,526 মানে তুমি আমাদের থেকে দূরে চলে যাবে আর তোমার শিক্ষার মৃত্যু ঘটবে। 29 00:02:10,526 --> 00:02:14,974 আমরা পিছু হটে যাব, আর ভুলে যাব কি ঘটেছিল। 30 00:02:14,974 --> 00:02:19,720 রূপকথার গল্পেই শুধু তোমার গল্প বলব। 31 00:02:19,720 --> 00:02:23,677 ওহে! হে! স্কয়ার! (তাহরির স্কয়ার) 32 00:02:23,692 --> 00:02:27,775 এতদিন কোথায় ছিলে তুমি? 33 00:02:27,775 --> 00:02:32,760 গণমানুষের এক স্কয়ার, সবখানের, সব জাতের। 34 00:02:32,760 --> 00:02:36,880 যেমন দুর্বল, তেমন সাহসীদেরও। 35 00:02:36,880 --> 00:02:41,320 কেউ ভীষণ আবেগী, কেউ আরোহী। 36 00:02:41,320 --> 00:02:46,080 কেউ বাকরুদ্ধ, কেউ কান্নায় ভেঙে পড়েছে। 37 00:02:46,080 --> 00:02:49,960 আমরা একসাথে হই, চা খাই। 38 00:02:49,960 --> 00:02:53,877 আমরা এখন জানি কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। 39 00:02:53,877 --> 00:02:58,538 সারাবিশ্বকে তুমিই আমাদের কথা শুনাতে বাধ্য করেছ। 40 00:02:58,538 --> 00:03:03,746 প্রতিবেশীদেরও এক করেছ তুমি। 41 00:03:03,746 --> 00:03:07,600 ওহে! হে! স্কয়ার! (তাহরির স্কয়ার) 42 00:03:07,600 --> 00:03:11,803 এতদিন কোথায় ছিলে তুমি? 43 00:03:11,803 --> 00:03:16,292 আমাদের স্বপ্নই আমাদের শক্তি। 44 00:03:16,292 --> 00:03:21,228 আমাদের অস্ত্র হচ্ছে ঐক্য। 45 00:03:21,228 --> 00:03:24,554 এই স্কয়ার সত্য বলে 46 00:03:24,554 --> 00:03:29,452 অত্যাচারীদের সব সময় 'না' বলে। 47 00:03:29,452 --> 00:03:33,280 এই স্কয়ার এক শক্তিশালী তরঙ্গের মত 48 00:03:33,280 --> 00:03:38,337 কেউ তা চড়ছে, কেউ তার ভেতরে ঢুকে পড়েছে 49 00:03:38,337 --> 00:03:42,440 বাইরের লোকেরা বলছে এ তরঙ্গের 'দশা'। 50 00:03:42,440 --> 00:03:47,265 কিন্তু আমরা যা করেছি সবই লিখিত। 51 00:03:47,265 --> 00:03:50,882 ওহে! হে! স্কয়ার! (তাহরির স্কয়ার) 52 00:03:50,882 --> 00:03:55,409 এতদিন কোথায় ছিলে তুমি?