আমরা বেমানান ব্রাউজার হিসেবে আলাদা থেকেও পুরোপুরি সন্তুষ্ট। আমাদের কোন সুন্দর সংক্ষিপ্ত নাম নেই খবরে দেওয়ার জন্য। আমাদের কোন প্রফিট মারজিন নেই। আমাদের কোন পুজনীয় রকস্টার নেই যাকে আমরা অন্যদের উপরে তুলে ধরি। আমরা অন্য সবার মত একই লেনদেন করি না, অন্য সবার মত একই চুক্তি সই করি না, অথবা অন্য সবার মত একই হাত মিলাই না। এবং এতে আমাদের কোন সমস্যা নেই আমরা হচ্ছি স্বাধীন সজীব(তরুণ), ভয়হীন রীতিবিরুদ্ধ মানুষের দল, যারা তাদের কাজগুলোকে অন্যভাবে করতে পছন্দ করে। যেখানে অন্য কোম্পানীগুলো শেষ bottom lineকে আদর্শ মনে করে, সেখানে আমরা আদর্শ মনে করি, ... আদর্শকেই। যখন আমাদের প্রতিদ্বন্দ্বী কোনকিছুকে বদ্ধ করতে চেষ্টা করে, আমরা সেটাকে মুক্ত করার সংগ্রাম করি। এবং যেখানে অধিকাংশ পণ্য ও প্রযুক্তি বদ্ধ দুয়ারের পিছনে তৈরি করা হয়, আমাদেরগুলো চর্চা করা হয় উন্মুক্ত পরিবেশে যা সবাই দেখতে পারে। আমরা কোন ঝুঁকি নিতে, শেয়ার করতে অথবা ক্ষমতাধারীর কাছে বাধিত নই। আমরা শুধুমাত্র তোমাদের কাছেই উত্তর দিতে বাধ্য। এবং আমরা এভাবে পরিচালনা করি এতে অন্তর্নিহীত আনন্দের জন্য নয়, যদিও এতে অতিরিক্ত আনন্দ আছে। আমরা এভাবে পরিচালনা করি কারণ আমরা মনে করি এটাই করা উচিত, করার সঠিক উপায়। আমরা লাভের চেয়ে নীতিতে বেশি বিশ্বাসী। আমরা বিশ্বাস করি গোপনীয়তা জয় করা দমন করা যায় সততা, এবং সম্প্রদায়ের(community) কর্পোরেট স্বার্থ দ্বারা। আমরা বিশ্বাস করি অন্তর্জালের প্রতি মালিকানাধীন করার চেয়ে বেশি যত্ন নেয়া উচিত, এটিকে শুধু বিক্রিযোগ্য পণ্য না ভেবে কাঁচামাল(resource) মনে করে যত্ন নেয়া উচিত। এবং আমরা এমন নতুনত্ব/আবিষ্কারের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করি যা ব্যবহারকারীকে সামনে নিয় আসে, এবং চালকের আসন উপযোগী ও কেন্দ্রিক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা তোমাদের উপর বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই বিশ্বের সবচেয়ে ভাল ব্রাউজার বানানো সম্ভব হয়েছে ইঞ্জিনিয়ার, প্র্রোগ্রামার, ডিজাইনার, এবং ঠিক তোমাদের মত মানুষেরই দ্বারা, যারা এই উদ্দেশ্যে তাদের সময়, মেধা, শ্রম, শক্তি দেয় এবং সমর্থন করে। এবং আমরা বিশ্বাস করি যে একসাথে, এই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা প্রতিটি মানুষের জন্য এবং অন্তর্জালের উন্নয়নের জন্য আবিষ্কার/নতুনত্ব আনতে পারি। যাতে করে এটি সর্বদা এবং চিরকালের জন্য সবার মঙ্গলের জন্য কাজ করতে পারে। আমরা সবাই মিলে একসাথে মজিলা ফায়ারফক্স। আমরা কেবলমাত্র একটি ভিন্ন ধরনের ব্রাউজার নই, আমরা হচ্ছি সেই ব্রাউজার যা ভিন্ন কিছু তৈরি করছি।