0:00:00.617,0:00:04.629 [ফায়ারফক্সে নতুনত্ব] ফায়ারফক্সের সাহায্যে এখন আরো সহজে, আরো দ্রুতগতিতে আপনি আপনার পছন্দসই জায়গায় ইচ্ছেমতো যেতে পারবেন। 0:00:05.065,0:00:10.565 নতুনভাবে সাজানো নীড়পাতায় (হোমপেজ) আপনার বহুল ব্যবহৃত মেনু অপশনগুলো খুঁজে পাবেন এবং ব্যবহার করতে পারবেন এখন আরো সহজে। 0:00:10.719,0:00:15.342 যেমন: ডাউনলোড, বুকমার্ক, হিস্ট্রি, এড-অন, সিঙ্ক এবং সেটিংস। 0:00:15.588,0:00:18.868 [নতুন ট্যাব পাতা] আমরা আপনার নতুন ট্যাব পাতাকেও করেছি উন্নততর। 0:00:19.206,0:00:25.530 নতুন ট্যাব পাতার সাহায্যে আপনি এখন সহজে, মাত্র এক ক্লিকে চলে যেতে পারেন সর্বশেষ বা সম্প্রতি যে যে পাতায় গিয়েছিলেন সেখানে, কিংবা যেসব সাইটে প্রায়ঃশই যান সেসব সাইটে। 0:00:25.823,0:00:31.818 নতুন ট্যাব পাতা ব্যবহার করতে হলে, আপনার ব্রাউজারের উপরের দিকে '+' চিহ্নে ক্লিক করুন, এতে একটি নতুন ট্যাব খুলবে। 0:00:31.972,0:00:38.911 নতুন ট্যাব পাতায় এখন আপনি সেইসব পাতা এবং সাইটের থাম্বনেইল দেখতে পাবেন, 'অসাম বার হিস্ট্রি'তে সংরক্ষিত তথ্য মোতাবেক যেগুলোতে আপনি সম্প্রতি গিয়েছিলেন বা প্রায়ঃশই যান। 0:00:39.034,0:00:44.138 আপনার নতুন ট্যাব পাতাটি নিজের মতো করে সাজিয়ে নিত হলে পছন্দসই থাম্বনেইলটিতে ক্লিক চেপে সরিয়ে সুবিধামতো স্থানে বসিয়ে নিন এবং ইচ্ছেমতো পাল্টান সেগুলোর ক্রম। 0:00:44.215,0:00:49.030 পুশপিন চিহ্নে ক্লিক করলে সাইটটি বর্তমান অবস্থানে অনড় (লক) হয়ে যাবে, আর কোনো সাইট বাদ দিতে চাইলে ক্লিক করুন সেটির ক্রসচিহ্নে। 0:00:49.261,0:00:54.830 নতুন ট্যাব পাতাকে আগের মতো ফাঁকা দেখতে চাইলে ডানপাশে উপরে কোণায় 'ঘরকাটা' (গ্রিড) চিহ্নে ক্লিক করুন। 0:00:54.876,0:00:59.473 নতুন ফায়ারফক্স বেছে নিন এখনই আর এর নতুন নতুন সুবিধাগুলো ব্যবহার করতে শুরু করুন আজই।