WEBVTT 00:00:03.580 --> 00:00:06.190 Prosner প্রশ্নের 00:00:06.190 --> 00:00:07.570 shommukhe chitro সম্মুখে চিত্রকলা 00:00:09.910 --> 00:00:11.250 Ekjon purush একজন পুরুষ 00:00:11.250 --> 00:00:13.070 Ekjon mohila/nari একজন নারী 00:00:13.070 --> 00:00:16.730 Shobujer shomaroho bhora potobhumi সবুজের সমারোহে ভরা পটভুমি৷ 00:00:18.170 --> 00:00:20.340 Manet er aka chitro মানের আঁকা চিত্র৷ 00:00:21.160 --> 00:00:26.590 Prothom nojore amader mone hoy eti Adam ebong Eve er chitro প্রথম নজরে আমাদের মনে হয় এটি আদম ও ইভের চিত্র 00:00:26.590 --> 00:00:30.290 ...othoba jongole ek chinalir muhurto./...অথবা জঙ্গলে এক ছিনালির মুহুর্ত৷ 00:00:32.060 --> 00:00:33.860 Kintu "e shobkichui" bhul shonay !. কিন্তু "এ সবকিছুই" ভুল শোনায়! 00:00:33.860 --> 00:00:38.240 Eke aporer proti akrishto hobar poriborte ei dompotike nithor mone hoy. একে অপরের প্রতি আকৃষ্ট হবার পরিবর্তে এই দম্পতিকে নিথর মনে হয়৷ 00:00:38.240 --> 00:00:44.690 bairer drishsho ba bhushorger poriborte amra Pariser ek kamray fuler tober shombhar dekhte pai. বাইরের দৃশ্য বা ভূস্বর্গের পরিবর্তে আমরা প্যারিসের এক কামরায় ফুলের টবের সম্ভার দেখতে পাই৷ 00:00:44.690 --> 00:00:47.950 Ei chitrer kichu angsho shudhumatro sketch ba noksha aka bole bodh hoy... এই চিত্রের কিছু অংশ শুধুমাত্র স্কেচ বা নকশা আঁকা বলে বোধ হয়৷ 00:00:51.670 --> 00:00:55.700 Manet shombhoboto amader hotash korei tripto/anondito hon. মানে সম্ভবত আমাদের হতাশ করেই তৃপ্ত/আনন্দিত হন৷ 00:00:56.870 --> 00:01:00.900 Amader kamada ba premmulak ek chitrer maddhome shopne achchanna korar poriborte আমাদের কামদ বা প্রেমমুলক এক চিত্রের মাধ্যমে স্বপ্নে আচ্ছন্ন করার পরিবর্তে, 00:01:00.900 --> 00:01:02.900 Manet amader ek bibahito dompotir chitro upohar den... মানে আমাদের এক বিবাহিত দম্পতির চিত্র উপহার দেন৷ 00:01:02.900 --> 00:01:05.200 ...jara snayuboikalyer chorom shimanay / porjaye dariye achen"....যারা স্নায়ুবৈকল্যের চরম সীমানায় / পর্যায় দাঁড়িয়ে আছেন৷ 00:01:06.780 --> 00:01:12.000 Atoeb, Manet ei bibahito parisio dompotir hridoye ki emon chittakorskok bishoy paan? অতএব, মানে এই বিবাহিত প্যারিসীয় দম্পতির হৃদয়ে কী এমন চিত্তাকর্ষক বিষয় পান ? 00:01:12.000 --> 00:01:17.380 Shironaam : "Adhunik chitrokolay naarir bornona" শিরোনাম : "আধুনিক চিত্রকলায় নারীর বর্ননা " 00:01:20.140 --> 00:01:24.500 "Prothom bhag : purusher kamonapurno kolpona" প্রথম ভাগ : পুরুষের কামনাপূর্ণ কল্পনা 00:01:26.870 --> 00:01:31.290 Shorboprothom ei chitroti ek nirontor boiporittoke protifolito kore. সর্বপ্রথম, এই চিত্রটি এক নিরন্তর বৈপরিত্যকে প্রতিফলিত করে৷ 00:01:31.290 --> 00:01:37.070 Shommukhbhage, ek shundori, kankhito, সম্মুখভাগে এক সুন্দরী, কাঙ্খিত, 00:01:37.070 --> 00:01:40.100 bhaj kora frock ebong dhushor ronger kachuli poshak pora adhunik ketadurosto mohila, ভাঁজ করা ফ্রক এবং ধূসর রঙের কাঁচুলি পোষাক পরা আধুনিক কেতাদুরস্ত মহিলা, 00:01:40.100 --> 00:01:43.670 Nariti tar angotraner moddhe shotorko korar ghonta ba chingrimacher moto ekti jinish rakhen.. নারীটি তাঁর অঙ্গত্রাণের মধ্যে সতর্ক করার ঘন্টা বা চিংড়িমাছের মতো একটি জিনিষ রাখেন৷ 00:01:43.670 --> 00:01:48.900 Bench er dandagulir shoujonne ei nari kamrar "aronnoshomo" poribesh বেন্চের ডাণ্ডাগুলির সৌজন্যে এই নারী কামরার " অরণ্যসম " 00:01:49.880 --> 00:01:53.100 ...ebong shohure bidrooper haat theke shurokhkhito hoyechen. এবং শহুরে বিদ্রুপের হাত থেকে সুরক্ষিত হয়েছেন৷ 00:01:53.100 --> 00:02:00.470 Manet shobkichui korechen jate tar chiter purushtike anugoto, ebong ahinshok bole bodh hoy. মানেট সবকিছুই করেছেন যাতে তাঁর চিত্রের পুরুষটিকে অনুগত এবং অহিংসক বলে বোধ হয়৷ 00:02:00.470 --> 00:02:02.030 Khachar bhitor shingho, খাঁচার ভিতর সিংহ, 00:02:02.030 --> 00:02:03.480 framer prante nichu hoye gutiye thaka, ফ্রেমের প্রান্তে নীচু হয়ে গুটিয়ে থাকা, 00:02:03.480 --> 00:02:06.580 eti sphinx-rupi narir monojog bhikhkha kore. এটি স্ফিংসরূপী নারীর মনযোগ ভিক্ষা করে৷ 00:02:07.500 --> 00:02:10.470 Shoddo jolonto churut-ti mriyoman ebong polka mone hoy... সদ্য জ্বলন্ত চুরূটটি ম্রিয়মান এবং পলকা মনে হয় 00:02:10.470 --> 00:02:14.390 chatar shamne ছাতার সামনে... 00:02:15.900 --> 00:02:19.320 Eti digbhrantokor/hotashajonok! এটি দিগভ্রান্তকর / হতাশাজনক ! 00:02:19.320 --> 00:02:21.540 Ekmatro shantona, ekmatro asha, chitrer kendrobhak একমাত্র স্বান্তনা, একমাত্র আশা, চিত্রের কেন্দ্রভাগ 00:02:21.540 --> 00:02:24.620 dui prithibir jonno poth kola rakhe : দুই পৃথিবীর জন্য পথ খোলা রাখে : 00:02:24.620 --> 00:02:29.400 Dostanabihin bam haat jar dike purushti lojjar shonge egobar proyash koren. দস্তানাবিহীন বাম হাত যার দিকে পুরুষটি লজ্জার সঙ্গে এগোবার প্রয়াস করেন৷ 00:02:29.400 --> 00:02:34.300 Er shonge jukto hoy apor ek goti ja bam dik theke dan dike jay.এর সঙ্গে যুক্ত হয় অপর এক গতি যা বাম দিক থেকে ডান দিকে যায়৷ 00:02:37.060 --> 00:02:42.550 narishulov boishishto : ful, potrer chotur byabohar, acid rong. নারীসুলভ বৈশিষ্ট্য : ফুল, পত্রের চতুর ব্যবহার, অ্যাসিড রঙ৷ 00:02:42.550 --> 00:02:47.980 Purushshulav boishishto : garo tone, brihot ebong chowra pata. পুরুষসুলভ বৈশিষ্ট্য : গাঢ় টোন, বৃহৎ এবং চওড়া পাতা৷ 00:02:47.980 --> 00:02:51.940 Porcelin-er tobti naritike onukaran kore : neel, shada, golap! পোর্সেলিনের টবটি নারীটিকে অনুকরণ করে : নীল, সাদা, গোলাপ ! 00:02:55.300 --> 00:03:00.350 Etike gheshethaka Manet er shakkhorshoho matir tobti, purusher protinidhitto kore. এটিকে ঘেঁষটে থাকা মানের স্বাক্ষরসহ মাটির টবটি, পুরুষের প্রতিনিধিত্ব করে৷ 00:03:00.780 --> 00:03:05.440 Ei shobkichui shommilitobhabe bashonar choumbokottoke prokash kore: এই সবকিছুই সম্মিলিতভাবে বাসনার চৌম্বকত্ত্বকে প্রকাশ করে : 00:03:05.440 --> 00:03:09.210 ei golap fulguli roop ebong thotke mone koray, এই গোলাপফুলগুলি রূপ এবং ঠোঁটকে মনে করায় : 00:03:09.210 --> 00:03:12.470 chokher moniguli drishtike prosharito kore: চোখের মণিগুলি দৃষ্টিকে প্রসারিত করে : 00:03:12.470 --> 00:03:16.670 Laal golapjora abeger shonchar kore. লাল গোলাপজোড়া আবেগের সঞ্চার করে৷ 00:03:24.640 --> 00:03:28.170 Udvijodhormi potobhumite,hat-o fule porinoto hoy. উদ্ভিজধর্মী পটভূমিতে, হাতও ফুলে পরিণত হয়৷ 00:03:28.170 --> 00:03:30.170 Eishob boishister bishoe ei nari abohito : এইসব বৈশিষ্ট্যের বিষয়ে এই নারী অবহিত : 00:03:30.170 --> 00:03:38.330 Tar sajposhaker maddhome, shey prokritike nokol kore ebong er dara shey tar shoundorjoke aro unnoto matray niye jay তাঁর সাজপোশাকের মাধ্যমে, সে প্রকৃতিকে নকল করে এবং এর দ্বারা সে তাঁর সৌন্দর্য্যকে আরও উন্নত মাত্রায় নিয়ে যায়৷ 00:03:38.330 --> 00:03:40.520 Kintu eti shorbopori pourush kamonar bimorshota কিন্তু এটি সর্বপরি পৌরুষ কামনার বিমর্ষতা 00:03:40.520 --> 00:03:46.430 jar probhab fulgulite, deher curve-e ebong hate poreche, যার প্রভাব ফুলগুলিতে, দেহের কার্ভে এবং হাতে পড়েছে, 00:03:46.430 --> 00:03:48.300 ei probhab ekjon narir jouno shoktir uporeo pore... এই প্রভাব নারীর যৌনশক্তির উপরেও পড়ে... 00:03:51.760 --> 00:03:55.300 Ditio bhag : ekjon narir proti notun drishtibhongi দ্বিতীয় ভাগ : একজন নারীর প্রতি নতুন দৃষ্টিভঙ্গী 00:03:56.670 --> 00:03:58.180 Manet-er ek shotok age, মানের একশতক আগে, 00:03:58.180 --> 00:04:03.570 Fragonard prokritir majhe pronoyi ebong abhijatoder shakkhatke idealise korechen. ফ্রগোনার প্রকৃতির মাঝে প্রণয়ী এবং অভিজাতদের সাক্ষাতকে আইডিয়ালাইজ করেছেন৷ 00:04:03.570 --> 00:04:06.930 Jemon "la Serre" -e, narike dekha jay golaper prante,... যেমন "লা স্যার"-এ, নারীকে দেখা যায় গোলাপের প্রান্তে,... 00:04:06.930 --> 00:04:09.310 ...ebong purushke jongoler prante....এবং পুরুষকে জঙ্গলের প্রান্তে৷ 00:04:09.310 --> 00:04:12.400 Kintu ei choto dewalti/bibhajonti (ja tader alada koreche) ashole par hobar jonnoi toiri kora hoyeche : কিন্তু এই ছোটো দেওয়ালটি / বিভাজনটি ( যা তাদের আলাদা করেছে ) আসলে পার হবার জন্যই তৈরী করা হয়েছে : 00:04:12.400 --> 00:04:15.740 kamonake alingon kora drishtibhongi... কামনাকে আলিঙ্গন করা দৃষ্টিভঙ্গী... 00:04:15.740 --> 00:04:19.400 Manet-er mote Shohor. " Shobkichu shesh hoye geche " :... মানের মতে শহর, "সবকিছু শেষ হয়ে গেছে":... 00:04:20.800 --> 00:04:23.270 ...Paris ebong tar Shohortoli, " ekhanei shobkichu ghote"! ...প্যারিস এবং তার শহরতলি, "এখানেই সবকিছু ঘটে" ! 00:04:25.110 --> 00:04:28.960 khuchro fashion bikreta Mr ebong Mrs Jules Guillement : ei chitrotir madhome খুচরো ফ্যাশন বিক্রেতা মিস্টার এবং মিসেস গিমে : এই চিত্রটির মাধ্যমে 00:04:28.960 --> 00:04:32.660 Manet shohorer purush o mohilader notun dhoroner shomporkogulir proti akristo hon. মানে শহরের পুরুষ ও মহিলাদের নতুন ধরনের সম্পর্কগুলির প্রতি আকৃষ্ট হন৷ 00:04:33.900 --> 00:04:37.520 Prayi bibaho chitrer mukkhobhag hoyeche, ullekhjoggobhabe Manet-er nijer Poribar-e. প্রায়ই বিবাহ িত্রের মুখ্যভাগ হয়েছে, উল্লেখযোগ্যভাবে মানের নিজের পরিবারে৷ 00:04:38.530 --> 00:04:41.710 Ekhane pitar kathinno syphilis namok asukher sathe bisshahkhatokota kore, এখানে পিতার কাঠিন্য সিফিলিস নামক অসুখের সাথে বিশ্বাসঘাতকতা করে, 00:04:41.710 --> 00:04:46.420 Syphilis ekti jouno shonkromon byadhi jate akranto hoye ei shilpir-o mrittu hoyechilo. সিফিলিস একটি যৌন সংক্রমণ ব্যাধি যাতে আক্রন্ত হয়ে এই শিল্পীরও মৃত্যু হয়েছিল৷ 00:04:47.900 --> 00:04:50.500 Prokritike idealise kora hoyni. প্রকৃতিকে আইডিয়ালাইজ করা হয়নি৷ 00:04:51.610 --> 00:04:54.270 Monet-er "ei bench" er biporite, মনের "এই বেঞ্চের" বিপরীতে, 00:04:54.270 --> 00:04:58.400 Manet "perspective" ke shoriye rekhe "horizon" ke unmukto koren. মানে "পার্সপেকটিভ"কে সরিয়ে রেখে "হরাইজন"কে উন্মুক্ত করেন৷ 00:04:58.920 --> 00:05:01.070 Narir bhabmurti poribartan hoy. নারীর ভাবমূর্তি পরিবর্তন হয়৷ 00:05:01.070 --> 00:05:04.700 Courbet-er mote ei narira holo ashompurno manush jara jontuder shonge khela kore কুরবের মতে এই নারীরা হল অসম্পূর্ণ মনুষ যারা জন্তুদের সঙ্গে খেলা করে 00:05:04.700 --> 00:05:07.700 ei protikkhay je " ekjon purush, ekti shottikarer purush! " tar kache ashbe এই প্রতীক্ষায় যে "একজন পুরুষ, একটি সত্যিকারের পুরুষ !" তার কাছে আসবে 00:05:08.040 --> 00:05:11.680 Manet-er mote/chitre , ei narider nijossho ostito ache. মানের মতে/চিত্রে, এই নারীদের নিজস্ব অস্তিত্ত্ব আছে৷ 00:05:12.140 --> 00:05:16.180 Tar chitre ei jonturai narider sroddha kore ebong tader mnno kore. তাঁর চিত্রে এই জন্তুরাই নারীদের শ্রদ্ধা করে এবং তাঁদের মান্য করে৷ 00:05:24.970 --> 00:05:31.360 Ebong jokhon ekjon purusher abirbhab hoy, take prayshomoy ekprante shoriye rakha hoy, she bismrito hoy...এবং যখন একজন পুরুষের আবির্ভাব হয়, তাকে প্রায়সময় একপ্রান্তে সরিয়ে রাখা হয়,সে বিস্মৃত হয়... 00:05:31.360 --> 00:05:35.260 Jokhon narider aral kore rakha hoy, যখন নারীদের আড়াল করে রাখা হয়, 00:05:35.260 --> 00:05:41.410 tokhon shudhumatro tader haat o payer angsho dekhei durotte thaka "Purush" tripto hote baddho hoy. তখন শুধুমত্র তাদের হাত ও পায়ের অংশ দেখেই দূরত্ত্বে থাকা "পুরুষ" তৃপ্ত হতে বাধ্য হয়৷ 00:05:41.410 --> 00:05:45.670 Shutorang, Mme Guillemet holen eidhoroner nari je Manet ke akrishto kore : সুতরাং মাদাম গিমে হলেন এইধরনের নারী যে মানেকে আকৃষ্ট করে : 00:05:46.470 --> 00:05:49.640 She tar antorer shadhinota ebong drirhochittota bojay rakhe সে তাঁর অন্তরের স্বধীনতা এবং দৃঢ়চিত্ততা বজায় রাখে 00:05:49.640 --> 00:05:53.650 ebong tar ei charitrik shobgab take " fashion uddyokta" r morjada dey. এবং তাঁর এই চারিত্রিক স্বভাব তাঁকে "ফ্যাশন উদ্যোক্তা"র মর্যাদা দেয়৷ 00:05:57.360 --> 00:06:01.650 "Tritiyo bhag : Adhunik chitre nari" "তৃতীয় ভাগ : আধুনিক চিত্রে নারী" 00:06:02.350 --> 00:06:04.810 Narider maddhome Manet ek notun shilpokolar udbhabon koren নারীদের মাধ্যমে মানে এক নতুন শিল্পকলার উদ্ভাবন করেন 00:06:04.810 --> 00:06:10.190 ja dorshoker akankha ebong bashonar shonge "khela" kore. যা দর্শকের আকাঙ্খা এবং বাসনার সঙ্গে "খেলা" করে৷ 00:06:10.910 --> 00:06:16.400 "En Bateau" ebong "Nana" chitrodutite, amra drissher baire thaki, "অঁ বাতো" এবং "নানা" চিত্রদুটিতে, আমরা দৃশ্যের বাইরে থাকি, 00:06:16.400 --> 00:06:21.110 kintu purushtir drishti ingit kore je amra anodhikar probeshkari... কিন্তু পুরুষটির দৃষ্টি ইঙ্গিত করে যে আমরা অনধিকার প্রবেশকারী... 00:06:21.110 --> 00:06:27.550 ...ebong obhinetri tar bortoman proshonshoker monojog akorshon kore ...এবং অভিনেত্রী তাঁর বর্তমান প্রশংসকের মনযোগ আকর্ষণ করে 00:06:28.590 --> 00:06:31.180 "Dans la serre" ebong "le Bar aux Folies Bergeres" chitrodutite,... "দঁ লা স্যার" এবং "ল বার ও ফোলি বেয়ারজের" চিত্রদুটিতে,... 00:06:31.180 --> 00:06:35.180 aynar moddhe jemon dorshok digbajir maddhome probesh koren, temni ei chitrodutir moddheo koren. দর্শক যেন আয়নার মধ্যে যেমনকরে ডিগবাজির মাধ্যমে প্রবেশ করেন, এমনভাবে এই চিত্রদুটির মধ্যেও করেন : 00:06:35.180 --> 00:06:37.840 Mme Guillemet amaderke taar shamir motoi abogga koren. মাদাম/শ্রীমতী গিমে আমাদেরকে তাঁর স্বামীর মতই/ন্যায়ই অবজ্ঞা করেন৷ 00:06:37.840 --> 00:06:42.990 Shutorang tar shami ebong amra holam eki chotulatar dara shanjukto "jugol". সুতরাং তাঁর স্বামী এবং আমরা হলাম একই চটুলতার দ্বারা সংযুক্ত "যুগল"৷ 00:06:43.620 --> 00:06:47.480 Ebong "le Bar"-e narir pichone je purushti protibimbe abirbhuto hon,... এবং "ল বার"-এ নারীর পিছনে যে পুরুষটি প্রতিবিম্বে আবির্ভূত হন,... 00:06:47.480 --> 00:06:53.150 ....sheto amrai!...kamonar ashoktite poripurno abosthay hatenate dhora pora abosthay!...সে তো আমরাই!...কামনার আসক্তিতে পরিপূর্ণ অবস্থায় হাতেনাতে ধরা পরা অবস্থায়! 00:06:53.150 --> 00:06:55.990 Athocho ei sranto look-i ( ja amaderke chitroti protifolito kore ) অথচ এই শ্রান্ত লক-ই ( যা আমাদেরকে চিত্রটি প্রতিফলিত করে ) 00:06:55.990 --> 00:07:01.280 Manet-er chobi dorshoker upor nikkhep kore. মানের ছবি দর্শকের উপর নিক্ষেপ করে৷ 00:07:01.280 --> 00:07:06.510 oitijjhoanushare, deho ankan ebong potobhumike gobhir korar maddhome... ঐতিহ্যানুসারে দেহ অঙ্কন এবং পটভূমিকে গভীর করার মাধ্যমে... 00:07:06.520 --> 00:07:09.440 ...chitro canvas-er surface ke bismrito korabar cheshta kore....চিত্র ক্যানভাসের সারফেসকে বিস্মৃত করবার চেষ্টা করে 00:07:09.440 --> 00:07:13.290 kintu, Manet chitrer shomotol parsher proti mononibesh koren : কিন্তু, মানে সমতল পার্শের প্রতি মনোনিবেশ করেন : 00:07:13.290 --> 00:07:15.590 ullombo ebong anubhumik gobhirotar hrash koren উল্লম্ব এবং আনুভূমিক গভীরতার হ্রাস করেন 00:07:16.750 --> 00:07:22.510 folshorup ja canvas-er basic outline ke gurotto dey, ফলস্বরূপ যা ক্যানভাসের বেসিক আউটলাইনকে গুরুত্ব দেয়, 00:07:24.860 --> 00:07:29.740 boiporitto ebong natokiyotay bhora relief বৈপরিত্য এবং নাটকীয়তায় ভরা রলিএফ 00:07:29.740 --> 00:07:33.510 kichu kichu angsho apatodrishtite "ashomapto" rakhen. কিছু কিছু অংশ আপাতদৃষ্টিতে "অসম্পূর্ণ" রাখেন৷ 00:07:36.510 --> 00:07:42.350 Tar chitro attonto drirotar shonge dorshokke setai dekhte baddho kore ja tar dekha uchit : তাঁর চিত্র অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দর্শককে সেটাই দেখতে বাধ্য করে যা তার দেখা উচিত : 00:07:42.350 --> 00:07:49.590 Kintu dorshoker pokkhe chitrer bishod artho na jene shudhumatro tulir sporshoke dekhar bhan kore tripto hoa ashombhob. কিন্তু দর্শকের পক্ষে চিত্রের বিশদ অর্থ না জেনে শুধুমাত্র তুলির স্পর্শকে দেখার ভান করে তৃপ্ত হওয়া অসম্ভব৷ 00:07:49.590 --> 00:07:54.680 Chitroti aro shotosfurto hoy : eti shudhumatro tai amader byakto kore ja eti janabe bole sthir koreche. চিত্রটি আরও স্বতঃস্ফুর্ত হয় : এটিশুধুমাত্র তই আমাদের ব্যাক্ত করে যা এটি জানাবে বলে স্থির করেছে৷ 00:07:55.410 --> 00:08:01.190 Madam Guillemet shudhumatro fashioner rani non,tini adhunik chitrokolar ek rupok-o bote. মাদাম গিমে শুধুমাত্র ফ্যাশনের রাণী নন, তিনি আধুনিক চিত্রকলার এক রূপকও বটে৷ 00:08:01.190 --> 00:08:09.220 Tini amader kamonake etotai uttejito koren je take sporsho korar jonno amader angul nishpish kore,...তিনি আমাদের কামনাকে এতটাই উত্তেজিত করেন যে তাকে স্পর্শ করার জন্য আমাদের আঙ্গুল নিশপিশ করে,... 00:08:09.220 --> 00:08:14.930 ...kintu eshoboi holo amaderke canvas-er potobhumite punoray mononibesh korar lokkhe....কিন্তু এ সবই হল আমাদেরকে ক্যনভাসের পটভূমিতে পুনরায় মনোনিবেশ করার লক্ষ্যে... 00:08:16.030 --> 00:08:20.040 Anumanik kritrimota ebong abastobikotake nipunotar shonge niyontron kora hoyeche : আনুমানিক কৃত্রিমতা এএবং অবাস্তবিকতাকে নিপুণতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়েছে : 00:08:20.040 --> 00:08:25.770 emoni ei faad jar dara Manet ebong Madam Guillemet dorshoker kamonake aim ( lokkho )kore, এমনই এই ফাঁদ যার দ্বারা মানে এবং মাদাম গিমে দর্শকের কামনাকে এইম ( লক্ষ্য )করে, 00:08:25.770 --> 00:08:30.190 eki shathe akrishto ebong prottakkhato.একইসাথে আকৃষ্ট এবং প্রত্যাখ্যাত৷ 00:08:30.190 --> 00:08:34.480 Poroborti kahini : Venus de Botticellir jonmo - Apnara shotti ki ei mohilake chenen? পরবর্তী কাহিনী : ভেনাস দ বোট্টিসেলির জন্ম - আপনারাসত্যি কি এই মহিলাকে চেনেন ? 00:08:34.480 --> 00:08:40.450 bistarito tothther jonno jogajog korun : www.canal-educatif.fr বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন : www.canal-educatif.fr 00:08:40.850 --> 00:08:43.850 Rochona ebong porichalona: রচনা এবং পরিচালনা : 00:08:43.850 --> 00:08:46.810 Projojok : প্রোযোজক 00:08:46.810 --> 00:08:49.800 Boigganik Upodeshta : বৈজ্ঞানিক উপদেষ্টা : 00:08:49.800 --> 00:08:53.110 Ei filmti prishthoposhokder ebong shonshkriti montroker shahajjer fole toiri hoyeche ( apnio hon a?) এই ফিল্মটি পৃষ্টপোষকদের এবং সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় তৈরী হয়েছে (আপনিও হন না ?) 00:08:53.110 --> 00:08:55.880 voiceover : ভয়েসওভার : 00:08:55.880 --> 00:08:58.850 video editing ebong graphix : ভিডিও এবং গ্রাফিক্স : 00:08:58.850 --> 00:09:01.850 Post-production ebong sound recording পোস্ট - প্রোডাক্শন এবং সাউণ্ড রেকর্ডিং 00:09:01.850 --> 00:09:04.950 baddojontro nirbachon বাদ্যযন্ত্র নির্বাচন 00:09:04.950 --> 00:09:07.850 shongeet সঙ্গীত 00:09:07.850 --> 00:09:11.210 Dhonnobad ধন্যবাদ : বাংলা অনুবাদ : অর্পিতা দত্ত 00:09:11.210 --> 00:09:13.210 Ekti CED-er uposthapona একটি CED-এর উপস্থাপনা