আমি অনেকের সাথে আলাপ করেছি যারা এখানে এসেছে সিলিকন ভ্যালির অভিজ্ঞতা নিতে তারা হাতে করে একটি স্যুটকেশ নিয়ে পৌছে দক্ষিণে ১০১ এর দিকে এগিয়ে যায়। এই স্থানটি দেখার আশা করে যা সম্পর্কে তারা শুনেছে এবং এর ফ্রিওয়ে এবং এর অফিস পার্ক এবং এর স্ট্রিপ মল এবং প্রত্যেকটি স্থানই তাদের কাছে পরিচিত মনে হয় শেষে তারা বিস্মিত হয়, তারা কোথায় এসেছে, তারা কেন এখানে এসেছে, কি এমন আছে যা তাদের এখানে এনেছে কোড নিজেই একটি অন্তর্নিহিত বিষয় যা কম্পিউটার কে কাজ করায় কেন এটি পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রাণীর দেহে যেমন রক্ত থাকে, এটা এখন আমাদের সংস্কৃতির অংশ এটা সবকিছু চালায় প্রযুক্তি আমাদের সমাজে এখন সৃষ্টিকর্তায় পরিণত হয়েছে মানে আমি মনে করি--মানুষ এতে ভয় পায় এবং মানুষে এটা তৈরি করতে ভয় পায় এটা বোঝা যায় যে সফটওয়্যার একটি নতুন সীমান্ত এটা আপনি রূপক অর্থে গোল্ড রাশ বলতে পারেন ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ আবার শুরু হয়েছে এটা অনেকটা বিংশ শতাব্দীর হলিউডের মত। মানুষের এই ছোট্ট দলটিই আসলেই ঠিক করে আমাদের বিশ্ব কেমন হতে যাচ্ছে মানে আপনি জানেন কম্পিউটার ব্যাপকতা পাচ্ছে এবং আমরা যে ভাবে বিশ্বের সাথে যোগাযোগ করছি বেশি আরোও বেশি করছি কম্পিউটারের মাধ্যমে এটা খুবই ছোট একটা মানুষের দল ঠিক করছে এই বিশ্ব কেমন হবে। নেটস্কেপ! সর্বত্র! দল! লড়াই! মাত্র তিন বছরেরও কম সময় আগে নেটস্কেপ কমিউনিকেশন্সের প্রকৌশলীদের একটি ছোট্ট দল এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যা ইন্টারনেট সার্ফিং সহজ করে এবং এভাবেই কম্পিউটিংয়ের ধারনা পাল্টে যায় ঐ দিনেই, কোম্পানী বড় সমস্যার সম্মুখীন হয় এর প্রতিদ্বন্দ্বী একে মাটিতে নামিয়ে আনে, সফটওয়্যারের মহাশক্তিধর মাইক্রোসফট শুধুমাত্র একটি প্রগতিশীল কৌশলই একে সাহায্য করতে পারে "চলো একটি উচ্চস্বরের মজিলা শুনি" মজিলা! মজিলা! মজিলা! নেটস্কেপ এর সোর্স কোড দিয়ে দিতে যাচ্ছে কোম্পানীর বাইরের প্রোগ্রামারদের কাছে সোর্স কোড হচ্ছে ওয়েব ব্রাউজিংয়ের গোপন সূত্র কোডের নাম মজিলা এবং যদি তা ব্যাপকভাবে গৃহীত হয় এটা নেটস্কেপের কোডকে আন্তর্জাতিক আদর্শে পরিণত করবে ব্যবহারকারীদের তাদের পণ্য ব্যবহারে আগ্রহী করে তুলবে এবং কোম্পানীর ঝুলে পড়া ভাগ্যকে পুনরুদ্ধার করবে আমাদের গল্পটির কেন্দ্রবিন্দু হচ্ছে প্রকৌশলীদের দল যারা এই ভবনে একত্রিত হয়েছেন পরবর্তী বছর জুড়ে তারা মজিলা গড়তে তাদের জীবন নিঙরে দিয়েছেন এবং তাদের কোম্পানীকে রক্ষায় ক্ষমতাধর প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করেছেন এবং কম্পিউটংয়ের ভবিষ্যতের আকার তৈরি করেছেন। এখন কাজ নিয়ে আমাদের একটি সমস্যা রয়েছে মনে হচ্ছে সম্ভবত এটা করা সম্ভব হবে না আমরা যে তারিখ ঘোষণা করেছি তাই আমরা শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছি দেখতে যে আমরা কতটুকু অভাগা এবং অনেক সময় এটা করার একমাত্র ঊপায় হল সবাইকে এক ঘরে আনা এবং একে অন্যের চোখের দিয়ে তাকিয়ে থাকা আমি বলেছিলাম আপনাদের ৩/৩১ এ নেটস্কেপ কমিউনিকেটর দিচ্ছি তাই যদি তাদের ৩/৩১ এ নেটস্কেপ কমিউনিকেটর না দিতে পারি আমাদের তা সামাল দেওয়ার একটা উপায় প্রয়োজন। উদ্দেশ্য হল ৩১শে মার্চের মধ্যে ডেভেলপারদের মজিলা দেওয়া যা এখন থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে কোম্পানীর ইতিহাসে এটা অন্যতম উচ্চাভিলাষী সময়সূচী - এটা হাস্যকর - আমি মনে করি আমরা খুবই সতন্ত্র মাইকেল টয় নেটস্কেপ এর প্রথম দিকের কর্মচারী মজিলাকে পাবলিক রিলিজের জন্য প্রস্তুতকারী একটি দলের নেতৃত্ব দেন আমাদের সম্ভবত ভাগ্য খারাপ, সম্ভবত আমরা ব্যর্থ হতে যাচ্ছি মাইক্রোসফট আমাদের যে করেই হোক পোকার মত পিষে মারবে কিন্তু আমাদের ভাগ্য খারাপ শুধু এ কারনেই নয় আপনি জানেন আমরা খুব সকালে উঠতে পারি এবং কাজ করি সবাই উঠে দাড়াও মহামান্য মাইকেল টয় অধিষ্ঠান করেছেন আমি আমার সন্তানদের সাথে চমৎকার দুষ্টমি করি বাবা তুমি কাজে কি কর? ওহ আমি জানি না আমি মিটিংয়ে বসি এবং বিষন্ন মনে ইমেইল পড়ি। ওহ ওহ তুমি আমাকে লাগিয়েছ! কিন্তু যদিও তারা মনে করে আমার অফিস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা যেমন "ওহ তোমার অফিসে যাচ্ছ?" "ওহ ই্য়্যা ই্য়্যাপ্পি আমার তোমার অফিসে যেতে ভালো লাগে!" তারা খেলনা বন্দুক নিয়ে খেলে এবং সেখানে ফ্রি সোডা থাকে এবং সেখানে একটি বড় বল রয়েছে মূলত তারা মনে করে আমি ডিজনিল্যান্ডে কাজ করি। আমি বলছি ম্যারাথন বনাম স্প্রিন্টের কথা। কঠিন অংশ হল সাড়া পথ ভালো গতিতে দৌড়ানো এটা জেনে যে যদি আপনি কখনোও হাঁটা শুরু করেন তাহলে সফল হবেন না, চোখের সামনে শুধু পথের শেষটুকু রাখুন এবং মনে রাখতে হবে সেখানে পৌছানোর তাড়া রয়েছে জিম রসকিন্ড সফটওয়ার নিরাপত্তায় একজন বিশেষজ্ঞ প্রকৌশলগত যথার্থ মান নিয়ন্ত্রণ জোরদার করতে তাকে আনা মনে করুন আপনার একটি প্রকল্প রয়েছে যেখানে আপনি বুঝতে পারছেন যে দূর্ভাগ্য আসন্ন বিভিন্ন খাতের লোকজন সংকিত তারা তাদের সার্মথ্যের বেশী করার চেষ্টা করে তারা দ্রুত পথ খোঁজার চেষ্টা করে কেউ কি তাদের সাহায্য করতে পারবে? এখানে অনেক চাপা উত্তেজনা এবং উদ্বেগ আছে এবং চিন্তা আছে সিডিউল তৈরীর ব্যাপারে জেমি যাবিন্সকি, ফ্রী সোর্স কোড প্রচারক নেটস্কেপের কাজের জন্য বাইরের ডেভেলপারদের তালিকা করবেন । ফ্রী সোর্স ব্যাপারটি হল নিয়ম পরিবর্তনের চেষ্টা, ঠিকা আছে। এখানে মানুষ আছে যাদের ফ্রী সফটয়ার ধর্ম আছে , তাদের মধ্যে যে বিষয়টি একইরকম তা হল তারা সবাই হ্যাকার তারা সবাই কোড লিখতে পছন্দ করে তাই আপনি আশা করছেন এই সমস্ত বুদ্ধিমান মানুষকে সম্পৃক্ত করে এবং তাদের থেকে কিছু পেতে, আপনি জানেন যাতে সবাই সুবিধা পায় আমি বলছি প্রায় কুড়ি লক্ষ, পচিঁশ লক্ষ কোডের কথা এবং তাদের প্রত্যেকটি দেখতে হবে সর্তকতার সাথে এবং কোন কোন ক্ষেত্রে দুইবার। শত শত ইঞ্জিনিয়ার মজিলাতে মিলিত হয়েছে এবং এর সাথে নতুন কোড যুক্ত করে একে প্রকাশের উপযোগী করতে, তারা হার্নান্দেজ এটি নিশ্চিত করেন যাতে তাদের পরিবর্তনের ফলে মজিলা ক্র্যাশ না করে এবং সবার কাজকে স্থবির অবস্থায় নিয়ে আসে। আর এইভাবেই আমরা হিসেব রাখি সমস্ত পরিবর্তন যা এর অভ্যন্তরে যাচ্ছে। সবুজ রংটি ভাল। এখানে অনেক পরিবর্তন হচ্ছে, এবং ওয়াম, সমস্ত বিল্ড মরতে বসেছে। ঠিক আছে, বিদায় । আমরা শেষ । সবচেয়ে বাজে কিছু ক্র্যাশ স্কট কলিন্স এর জন্য সংরক্ষিত। একজন অভিজ্ঞ কোড লেখক যিনি রয়েছেন শেষ রাতের ট্রাবলশ্যুটিং এর জন্য। আমি এখানে আছি প্রায় আমি জানি না, ৬০ ঘন্টা বা তার বেশী। সফটওয়ার লেখা সম্পূর্ণ ভিন্ন রিয়েল স্টেট বিক্রি থেকে। রিয়েল স্টেট আপনি মানুষের নিকট বিক্রি করেন যারা রাতে ঘুমায়। যখন তারা ঘুমাতে যায় তখন আপনাকে রিয়েল স্টেট বিক্রি বন্ধ করতে হয় কম্পিউটার কখনো ঘুমায় না। আপনি দেখতে পাবেন আমার কিউব একটু অন্যরকমভাবে ডেকিং করা অন্য সব মানুষের থেকে। আমার একটি সুন্দর কাউচ আছে। তার নিচে একটি ছোট ম্যাট্রেস আছে যেখানে আমি ঘুমাতে পারি আমার সন্তানদের চিত্রকর্ম আমার লাইটসুইচসমূহের কন্ট্রোল আছে। এটি হল তেমনই যেমনটা আমি চাই যদি আমার স্ত্রী আমাকে সত্যই ভালবাসে সে আমাকে একটি নিতে দিত। জীবনটা সুন্দর। ঠিক আছে বাগ গণণা। ঠিক আছে, এখানে বিপুল সংখ্যক বাগ আছে যেগুলো নিয়ে মানুষ কিছুই করছে না। এটির কোড ছেড়ে দেওয়ার জন্য নেটস্ক্যাপ ইঞ্জিনিয়ারদের হাজারের মত বাগ সমাধান করতে হবে প্রায় প্রতি মিনিট পরিবর্তন যা কোডকে সম্ভব করবে বাইরের ডেভেলপাররা যাতে তা ব্যবহার করতে পারবে। জেফ বিনস্টেন এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো। একটি বাগ লুকিয়ে আছে বিপুল পরিমাণ কোডের মাঝে তা সবার কাজ থামিয়ে দিতে পারে এবং যা শিপের তারিখের জন্য হুকমি হতে পারে। আমাকে কাউকে দরকার যাতে জেফ বিনস্টেনকে পেজ করতে পারি এবং তাকে ২০২৪ এ কল করাতে পারি। এমনকি বিশজনের একটি দল যারা একটি গাড়ি বানাচ্ছে এটি সহজ ৪০ ফুট পিছনে যাওয়া এবং দেখা ও বলা "এটি থামাও, ঐ ব্যক্তি চাকা লাগাচ্ছে না।" আপনার সাথে ৪০ জন প্রোগ্রামার কাজ করছে তারা সবাই আপনার কাছে আসে কোড নিয়ে, একটি বিশাল যোগসুত্রিতা ছোট ছোট তথ্যজমা হয়েছে একটি ডিস্ক এ সাধারনত টুকরা টুকরা অংশ দেখতে পারা যায় সেগুলো ঠিকমত কাজ করছে কি না আপনাকে সেগুলো যোগ করে সম্পূর্ণ করতে হবে এবং দেখতে হবে সে সম্পূর্ণ অংশ কাজ করে কি না এবং তখন আপনি নিশ্চিত নন কে আপনাকে খারাপ বিটগুলো দিয়েছে এটি খারাপ হবে। চলুন নিচ তলায় যাই। আসুন। আপনি একটি রেসিপির ব্যাপারে বলছেন। কে আপনাকে বাজে ময়দা দিয়েছে। কেউ একজন গেল ময়দা মাখাতে এবং তাদের সবগুলো হতে হবে একদম সঠিক সাইজের ময়দার অংশ। কেউ একজন চকলেট চিপস বানিয়েছে, তাদের একদম সঠিক সাইজের অংশ হতে হয়েছে। আপনি এটি বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি সবগুলো একত্রিত করবেন আপনি তা প্রদান করুন এবং মানুষ বলা শুরু করবে। "আমি পছন্দ করি না এটির স্বাদ " এবং এরপর আপনি বিস্মিত হবেন, এই সবকিছু তথ্য যখন একত্রে আসবে আসলে সমস্যা কি ছিল কে সমস্যা করছে এবং কিভাবে আপনি তা ঠিক করবেন? আপনাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শিপ করতে হবে। এবং আপনার কাছে এই সমস্ত মানুষ আছে, ঘড়ির কাঁটা অতিক্রান্ত হচ্ছে এবং এটি খুব তীব্র আকার ধারণ করছে নেটস্কেপ শুরুর পর মজিলাতে যে পরিমাণ কোড আছে তা ৩০ গুন বেড়ে গিয়েছে। এটি প্রোগ্রামিং ও ডিবাগিং এর কাজ নির্ভর করে বিজ্ঞান ও কলার অনিশ্চিত সমতার উপর। তারা বলে কিভাবে তারা করে যেন এটি একধরনের আলক্যামি, এক ধরনের জাদু। এটি অ্যাথলেটিক্সের কথা আমাকে মনে করিয়ে দেয়। আপনি কি জানেন কেন একজন ভাল বেসবল হিটার হয়? অনেক সময় হিটাররা নিজেরা এটি ব্যাখ্যা করতে পারে না। এবং প্রায়ই সবচেয়ে ভাল সফটওয়ারের মানুষেরা নিজেরা বুঝতে পারেন না কেন তারা এতে এত বেশি ভাল। কিন্তু আমি মনে করি ভাল প্রোগ্রামার হতে পারা যায় যদি টেকি হিসেবে বড় হওয়া যায়। নেটস্কেপে আমার স্বতন্ত্র দল, আমি মনে করি আমরা সবাই টেকি হিসেবে বড় হয়েছি। আমরা সবাই আমাদের আশে পাশে কম্পিউটার এর সাথে বড় হয়েছি যেহেতু আমরা সেগুলোর সামনে বড় হয়েছি যদি আমরা আসলেই কেউ বড় হয়ে থাকি জিম আমাদের মাঝে সবচেয়ে বেশি বড় বলা যায়। আমার অনেক বাচ্চারা যাদের বয়স ৬ থেকে ১৭ বছরের মধ্যে এখানে আসে পাশে ছিল জীবনটা ভয়াবহ ছিল, এটা অনেক অনেক ভয়ংকর জায়গা স্কুল দুটো খারাপ ছিলো না। আহ, কিন্তু আমি সেটাই বলতে চাচ্ছি আপনার কাজ ছিল ধাঁধা আর সমস্যা নিয়ে। সবগুলো ধাঁধাই ছিল গণিত বিষয়ক এবং এই ধাঁধাগুলো একই অনুভূতি দেয় এবং একই রকমের সমস্যায় আপনাকে পড়তে হয় যখন আপনি প্রোগ্রামিং করেন। যখন আমি ছোট ছিলাম আমি লেগো ইরেক্টর সেট দিয়ে তৈরি করতাম এখন আপনি যেই কাঠামো তৈরি করছেন তা সফটওয়্যারে। আমার মাও একজন প্রথম শ্রেণীর গিক ছিলেন তাই মায়ের সাথে কথা বলায় আমার সতন্ত্র অভিজ্ঞতা রয়েছে যখন মায়ের সাথে কেনাকাটায় যেতাম, কারণ তিনি পরিচালক পদে সান এর অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেন। নেটস্কেপ সম্পর্কে মানুষের বক্তব্য এমন ছিল এই সফটওয়্যার কারা ব্যবহার করতে সক্ষম হবে, "এটা কি আমার মা ব্যবহার করতে পারবে?" হ্যা, আমার মা এটা ব্যবহার করতে পারে। আমার মা কম্পাইলার অপটিমাইজিং লিখতে পারেন। আমার ১২ বৎসর বয়সেই আমি ঘন্টার ৫০ ডলার আয় করতাম কম্পিউটার প্রোগ্রামিং করে। লোকে বলতো বড় হয়ে আমি কি হবো, আমি বলতাম কম্পিউটার প্রোগ্রামার। এই বিষয়টা তখন যুবকদের সংস্কৃতিতে পরিণত হয়েছিল যে কারও দক্ষতা তার সম্পূর্ণ জীবনকে এক সূত্রে বাঁধে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পূর্ণ জীবনের অঙ্গীকার মানে ২৪-৭-৩৬৫ কাজের অঙ্গীকার। এটা আপনাকে এমন একটি বিষয়ে ঠেলে দিবে যেখানে আপনি জানেন না এই ধরনের চাকুরী খুব তাড়াতাড়ি আপনার হবে কি না। এখানে কোনো কিছু স্থিতিশীল নয়। তাই এটা একটা খুবই অদ্ভুদ পরিহাস যে মানুষগুলো নতুন ভবিষ্যত উদ্ভাবন করছে তারা কি তাদের নিজেদের ভবিষ্যত চোখে দেখে না। এটা সাধু-সন্ন্যাসীর জীবন যাপন এ ধরনের সমাজে খুব কম সংখ্যক মহিলা রয়েছেন। এগুলো পুরুষদের সমাজ, ওগুলো গোপন সমাজ, তারা অনেকটাই মেসনদের মত পরিচালিত হয় অথবা স্ট্রিট গ্যাং এর মত। দুষ্টু! দুষ্টু!দুষ্টু! দুষ্টু লোক! কেন আমি একজন দুষ্টু লোক? তুমি বলনি অথবা অন্য কাউকে বলতে শুননি যে তুমি যদি কোনো সোর্স একটি বাগসহ ছেড়ে যাও, তুমি এখানে ১:৩০ এ আসবে আমি মনে করেছিলাম এটা ২:৩০ এখন তুমি দুষ্টু এবং নির্বোধ (হাসি) আপনি জানেন, আমি আসলে একটি ভিন্ন টাইম জোনে রয়েছি। আমি ভেবেছিলাম নির্বুদ্ধিতা যদিও একটি অযুহাত। নেটস্কেপের অনেক লোকই বেশি একটা বাইরে যান না কারণ তারা প্রায় সবসময়ই কাজ করতে থাকে কিন্তু এদের বেশির ভাগ লোকের ক্ষেত্রেই তাদের সামাজিক যোগাযোগ আবর্তিত হয় কাজকে ঘিরে কারণ অনেক লোক তাদের কাজে অনেক বেশি সময় ব্যায় করে থাকে। হাই ক্রিস, আমি তারা বলছি উম, তুমি আমাকে কেমন ভালোবাসো? ভালো। কিভাবে থ্রেডিংয়ের কাজ করা হয় সে বিষয়ে তুমি কি জানো এটা জাভাস্ক্রিপের ব্যাপার এবং জাভা এটাকে লালন করে? আমরা শুধু সেটা ধরে ব্যবহার করি, আসলেই এটা কাজের জাগায়, আমি মনে করি এটা আধুনিক গ্রাম। লোকজন আপনার ইতিহাস সম্পর্কে জানবে আপনার খারাপ কৌতুকে তারা ধিক্কার জানাবে। এখনে এক ধরনের পরিচিতি এবং ধারাবাহিকতা রয়েছে যা অন্য কোথাও নেই। প'ল আমরা কিছুক্ষণের মধ্যে বাইরে যাবো খাওয়ার জন্য কিছু আনতে তুমি তোমার কাজ কর। তুমি কি আগ্রহী? অবশ্যই। অবশ্যই। ঠিক। ঠিক আছে, এই সভার উদ্দেশ্য লোকজনকে মারধর করার জন্য নয় এই সভার উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত করা যে কোম্পানী হিসেবে আমরা দারুনভাবে মনোযোগী বাগের সংখ্যা ০ তে নিয়ে আসা আমরা এখন পর্যন্ত মোটামুটিভাবে সে দিকেই মনোযোগী আমাদের কঠোরভাবে মনোযোগী হতে হবে এখান থেকে ঐখানে পৌছতে। ঠিক আছে জেফ ওয়েন্সটেইন। তিনি কি এই ঘরে রয়েছেন? না তিনি এই ঘরে নেই। তিনি এই সপ্তাহান্তে আসেননি, সত্যি না মিথ্যা? তিনি এই সপ্তাহান্তে আসেননি তিনি তার মেইলেরও উত্তর দেননি এবং এখন পর্যন্ত তিনি তার ফোনটিও ধরেননি। তার লোকেটর দেখাচ্ছে তিনি বাকি কলোনিস্টদের সাথে রয়েছেন (হাসি) প্রবীণরা বলেন যে প্রোগ্রামারদের পরিচালনা করা অনেকটা বিড়ালদের তাড়ানোর মত আপনি জানেন তারা বিড়ালের মত হোক সেটাই আপনি চাইবেন যদি আপনি বেড়াল পছন্দ করেন, অর্থ্যাৎ কেন আপনি চান ঐ প্রাণীর অনন্য বৈশেষ্ট্য কি রয়েছে কিন্তু তারা এমন নয় যে সবাই একই দিকে যাবে। চার বছরেরও কম সময়ে নেটস্কেপ পরিণত হয়েছে মুষ্টিমেয় কয়েকজন লোক থেকে ২০০ এরও বেশি লোকে এবং অনেক সময়, প্রোগ্রামারদের অবস্থান এখন আরেকটি বাঁধায় পরিণত হয়েছে ব্রাউজার টিমের জন্য। আমি বলেছি তিনি ওখানে নেই। নিশ্চিত এটা আমার অনুমান। তিনি ওখানে নেই। তিনি শেষ কবে এখানে ছিল? আজকে বিকেলে ঠিক আছে আমি আর তারা তাকে মারতে প্রস্তুত। আর ঠিক আছে যখন ফিরে আসবে যদি দেখা হয় তাকে বলবে আতঙ্কিত হতে এবং ছোটাছুটি করতে আর আমরা এখন এই জিনিস নিয়ে ম্যাগে ভাগ্যন্নেষণ করি। নিয়তি! লোকটি ম্যাকে কাজ করছে যেন ডাটার অপেক্ষায় আছে, ঠিক না? কোম্পানীর প্রত্যেকের কাছে আপনার যাওয়া উচিত বলতে, "নিয়তি" নেটস্কেপের দূর্ভাগ্যজনক অবস্থা যিনি করেছেন তিনি এই লোক বিল গেটস্, যার কোম্পানী, মাইক্রোসফট যা তাকে সবচেয়ে ধনী, এবং নিঃসন্দেহে এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছে। ঠিক আছে আমাদের কাছে অর্ডার থাকলে আমরা শুরু করি। নেটস্কেপ ব্রাউজারকে দেখছে তার কম্পিউটিং সম্রাজ্যের জন্য হুমকি সরূপ গেটস্ চটকরে সরে গেলেন, তার নিজের ব্রাউজারকে বিণামূল্যে দিলেন এবং নেটস্কেপকে দাবি করলেন, সাথে অসাধু ব্যবসায়িক অনুশীলনে লিপ্ত হলেন এর গ্রাহকদের হটিয়ে নিতে। কিন্তু আজকে আমাদের বিশ্লেষণ করতে হবে আপনি এবং আপনার কোম্পানী সীমা অতিক্রম করেছেন কি না অন্য দিকে দেখতে হবে এটা কেবলমাত্র অসন্তুষ্ট প্রতিদ্বন্ধীর খচখচানি কি না নেটস্কেপ সিইও জিম বার্ক্সডেল সিনেটের সামনে তার কোম্পানীর মামলার যুক্তি তুলে ধরবেন। এবং অবশ্য এই প্যানেলে এমন কেউ নেই যিনি আমার চেয়ে বেশি মিস্টার গেটস অথবা তার কোম্পানীর ভক্ত তবে আমরা মাইক্রোসফটকে কৈফিয়ত দিতে বলবো তাদের কিছু কর্মকান্ডের জন্য। কর্মকান্ড যেমন PC OEM প্রস্তুতকারকদের হুমকি দিয়ে তাদের পণ্য ব্যবহারে বাধ্য করা এবং বর্জনে অনুশীলন করা যা আমার পণ্য ব্যবহার করা থেকে বিরত রাখে। সকল কোম্পানী সফল হয় না। অনেকে পরিবর্তণ গ্রহণে ব্যর্থ হয়। এভাবেই উন্মুক্ত বাজারে প্রযুক্তি কাজ করে। সফটওয়্যার শিল্পের সফলতা সরকারী নিয়ন্ত্রণের মাধ্যমে আসে না তবে তা আসে স্বাধীনতা এবং মানুষের শিক্ষা, নতুন কিছু করা এবং শ্রেষ্ঠতর হওয়ার অভিলাসের কারণে। এরই মধ্যে হাজার মাইল দূরে নেটস্কেপ প্রোগ্রামাররা দিনরাত কাজ করে যাচ্ছে মজিলার রিলিজের তারিখ ঠিক রাখতে। এই ব্যাক্তিদের ধারাবাহিকভাবে কাজে ঝুকতে হবে, যেন কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা কাজ করেন এবং থেকে না যান। তাদের খাবারের প্রয়োজন নেই, ঘুমের প্রয়োজন নেই, তাদের কিছুই প্রয়োজন নেই ঠিক আছে, তারা বেতন নিচ্ছেন, কিন্তু ... কিছু দিন আগে হার্ভাড থেকে কিছু লোক এসেছিল এবং বলেছিল "আপনারা কিভাবে সফটওয়্যার ডেভেলপ করেন, আমরা বই লিখি" এবং আমি যা চিন্তা করি সেসব বিষয় নিয়েই কথা বললাম যা গুরুত্বপূর্ণ ছিল এবং তারা শুধুমাত্র আমার কাছে মনে হল শুধু মাথা ঝাঁকালো, ওহ, গি, তিনি নীতি ৭ সম্পর্কে কিছু জানেন না আর ওহ, তিনি নীতি ২২ সম্পর্কে কিছুই জানেন না এবং অনেকসময় তারাই সঠিক... আমি কোনো সূত্র খুঁজে পাই না। আমি পছন্দ করি প্রতিদিনের ভুলগুলো সরিয়ে রাখতে যখন সকালবেলা ঘুম থেকে উঠি এবং বলতে থাকি যা আমি আজকে জানি আমি যেখানে পৌছতে চাই সেখানে যাবার শ্রেষ্ঠ পথ কোনটি? আমি ব্যক্তিগত অথবা আমি এবং আপনি আমরা তিনজন এই ২০ লক্ষ লাইন সোর্স কোড পড়ার সময় নেই দেখার জন্য যে, এর মধ্যে কোনো সমস্যা রয়ে গেছে কি না। আমরা এইদিকেই যাচ্ছি জেফ ওয়েনস্টিন তা শূন্যে আনতে কাজ করছেন। ৩১শে মার্চ মাত্র একদিন বাকি রয়েছে দলটি অগ্রসর হতে পারবে না যতক্ষণ জেফ ওয়েনস্টিন নেটস্কেপের কিছু গোপন কোডের একজন অভিজ্ঞ লোক তার তালিকায় থাকা বাগ ফিক্স সম্পন্ন করার সময় খুঁজছেন আপনি কিভাবে করছেন? ঠিক আছে সব ঠিক আছে ভালো আপনি অফিসিয়ালি কোম্পানীর সবচেয়ে অভাগা ব্যক্তি স্যার এইটা আমি করতে পারবো, এইটার সাথেও একই হ্যাঁ এগুলোর কিছু উম, আশা করি আজ রাতের মধ্যে প্রায় সবগুলো আমি করতে পারবো তার উদ্দেশ্য তিনি সাড়া রাত অবস্থান করবেন এবং তিনি এই সবগুলো সম্পন্ন করবেন। আমি মনে করি এ সম্পর্কে সুসংবাদ হল আমি নিশ্চিত নই তখন রাত ৯টা কি ১১টা ছিল সে সম্পূর্ণভাবে শেষ করেছে। ইয়াহ! সংকটপূর্ণ মাইলস্টোনে পৌছেছি যা উদযাপনের কারণ হতে পারে। এবং একটি মাত্র বাগ বাকি রয়েছে এটা সত্যিই সত্যিই খুব কঠিন তোমাকে খুন করতে বাধ্য করোনা, ৪৩৩০ বন্ধ করো। আমি ৪৩৩০ বন্ধ করবো। বাগের সংখ্যা ছোট কিছু বাগ রয়েছে যা বর্তমানে বন্ধ নয় তবে তারা খুবই তুচ্ছ বিরক্তিকর বিষয় তার কিছু আটকে গেছে! সকল প্রসংশা খোদার যিনি এমন কিছু অসাধারণ লোক তৈরি করেছেন যারা এই সপ্তাহ জুড়ে কঠোর পরিশ্রম করেছেন অসম্ভবকে সম্ভব করতে। মাইকেল টয় একটি জাদু পংক্তি আবিষ্কার করেছেন "যারো বুগস", হুম যদিও তা পূর্ণাঙ্গ নয় তবে তা যথেষ্ঠ নিখুঁত যেমন জিরো বাগ/ "যারো বুগস"। উপরের তলায় আপনার বাড়তি মনিটর রয়েছে? হ্যাঁ আমার একটি বাড়তি মনিটর আছে। এটা প্রথম বড় পরীক্ষা আসলেই কি বাইরের কেউ মোজিলা দিয়ে কাজ করতে সক্ষম? ৩১শে মার্চের নির্দেষ্ট সময়সীমায় নেটস্কেপ যদি ব্যর্থ না হয় আমি মনে করি এটা বিশাল কিছু হবে, আমি মনে করি এটা এমন হবে যে এক শত, দুই শত মানুষ এক সাথে এবং এক সারিতে থাকবে সোভিয়েত স্টাইলের মত। আমরা বর্তমানে ঐ ব্যবস্থার দিকেই যাচ্ছি মনে হচ্ছে সব এখানেই, বেশ আমরা যাচ্ছি! ওয়াও! সব ঠিক আছে, যেভাবে সব কিছু সহজে তৈরি হয়েছে। এটা শুধুমাত্র কয়েকটি স্ক্রিপ্ট যা ঠিক করা আছে বলে দিতে যে আসলে কি কম্পাইল করতে হবে এবং তারপর তারা একসাথে মজিলায় কিভাবে একত্রিত হবে। - এই তো - ইয়াহ আপনি যদি এটা কাজ করাতে পারেন, তার মানে যেকেউ এটাকে কাজ করাতে পারবে। সত্যিই তাই। (বিপুল হর্ষধ্বনি তালি হাসি) - দেখুন অনেকটা মুখমন্ডলের মত! ...দেখুন এটা কি সুন্দর... - ওহ, এটা চমৎকার - হ্যাঁ সেটাই... - না, এটা ঠিক মত কাজ করছে না। - ভালো যাও..- ভালো- ওহ...-বড়ো ক্র্যাশ... - পায়ের নিচে নরক এসে পরলো... এটা আসলে ভালোভাবেই চলেছে। আমার মনে হয় না এখনই কাউকে এটা দ্রুত বিল্ড করতে দেওয়া উচিত। এটাকে কাজ করাতে আমাদের আরও একটি ছোট্ট সমন্বয়ের প্রয়োজন! সোর্স সমেত এটা প্রায় প্রকাশের জন্য প্রস্তুত, নেটস্কেপের অবশ্যই উচিত মোজিলার গুরুত্ব সম্পর্কে সাংবাদিকদের বোঝানো। মূলত আমরা তাদেরকে কিছু ইতিহাস জানাতে চাই এবং পরে আমরা যেতে চাই সেখানে যা আসলে আগামীকাল ঘটতে যাচ্ছে । অন্য গুরুত্বপূর্ণ ছাড়িয়ে নেওয়া হবে পরে এখান থেকে এটি সত্যিই একটি উত্তেজনাপূর্ণ দারুন ব্যাপার। - শুভ বিকাল, ফরেস্টার - হাই, স্ট্যান ডলবের্ক এবং ইরিক ব্রাউন - এক সেকেন্ড । - আপনি স্ট্যান ডলবের্ক এর জন্য ভয়েস মেইল পৌঁছিয়েছেন -- আমি এখন আপনাকে এখন হস্তান্তর করছি - শুভ বিকাল, ফরেস্টার। - হাই আমি ম্যাগি ইয়ং। আমি নেটস্কেপ থেকে কল করছি এবং আমি কনফারেন্স কলের সময় ঠিক করেছি স্ট্যান ডলবের্ক এবং ইরিক ব্রাউন এর সাথে এবং আমি কেবলই স্ট্যান-এর ভয়েস মেইল পেলাম। নেটস্কেপ আশা করে প্রেস সমান উদ্যম এর সাথে মজিলা-কে স্বাগত জানাবে এটি ছিল কোম্পানির শুরুর দিনগুলো। আজ সকাল ১১ টায়, নেটস্কেপ-এর স্টক পাবলিক হয়েছিল এবং ওয়াল স্ট্রিট পাগল হয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে প্রতি শেয়ারের মূল্য দেওয়া হয়েছিল $৩৮, নেটস্কেপকে ৭২ মিনিটের মধ্যে বন্ধ করে দিতে হয়েছে... স্টক অনন্য পর্যায়ে বৃদ্ধি পাচ্ছিল প্রথম কিছু দিন এবং সপ্তাহে যখন থেকে এর শুরু হয়েছিল। এটি বৃহত্তম প্রাথমিক পাবলিক অফারিং মূলত ওয়াল স্ট্রিট ইতিহাসে। -শুভ বিকাল, ফরেষ্টার। -আমি জশ ওয়াকার। তিন বছর পর আজ এটি রেকর্ডব্রেকিং IPO কিন্তু, নেটস্কেপ এর গল্প একটি ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করছে। -হায় -ইয়াপ -আপনি জানেন যে আগামীকাল ৩১শে মার্চ। -তার মানে হাম, সোর্সকোডগুলো ডেভেলপার কমিউনিটির জন্য উনমুক্ত করে দেয়া হবে। এবং আমরা ভেবেছিলাম আমরা শুধু আপনাকে ধরে গতি এবং হাটার মধ্যে নিয়ে যেতে এবং দেখতে আপনার কোন প্রশ্ন আছে কি না। -হয় আমি মৃত মস্তিষ্কধারী বা এটা যোগাযোগ করতে অনেক প্রচেষ্টার দরকার এবং তাই আমি জ্ঞাত যে যখন তুমি সবই জানো মানে, আমি নিশ্চিত নই যে এটা সংবাদ মাধ্যমে আসছে। -ঠিক, ঐগুলো ভাল পয়েন্ট। সোর্সকোডকে উন্মুক্ত করে আমরা মূলত ডেভেলপার দলকে প্রসারিত করেছি নেটস্কেপের ভেতরের লোকজন থেকে শত শত এমনকি হাজার হাজার ডেভেলপারের মধ্যে যারা নেটস্কেপের বাহিরে তাই এখন এটি আর মাইক্রোসফট আর নেটস্কেপের মধ্যকার ব্যাপার নয়। এটা নেটস্কেপ এবং নেটস্কেপ এর সব আপনি জানেন, ভার্চুয়াল কমিউনিটি। - আমার মনে হয় এমন একটা ধারনা আছে যে, নেটস্কেপে চালিয়ে যাওয়ার মতো কোন পজিশন নেই মাইক্রোসফটের সাথে তুলনা করে ব্রাউজার ফ্রন্ট এবং সেই প্রেক্ষিতে আপনি ব্রাউজার পজিশন ছেড়ে দিচ্ছেন। এটা ছিলো আমার কল্পনাতীত সহজ। আসলেই। আমি এখনও পর্যন্ত বড় ধরনের আচমকার জন্য অপেক্ষা করছি যেটা সহসাই হতে যাচ্ছে এখন এবং আগআমীকাল বিকালের মধ্যে। সফটওয়ার তৈরির সময় সর্বদাই অকস্মাৎ কিছু একটা ঘটে। আমরা শুধু অ্যাপেলের গল্প শুনতে চাই। তারা সবসময় শুধু নিশ্চিন্ত থাকে না প্যাটেন্ট নির্ধারকদের সাথে বা তাদের সমস্যা সমাধানে আমাদের চেষ্টার সাথে। তাই শেষ বক্তব্য হিসাবে তাদের আইনজীবি যা বলেছিল ত হল "ওহ আমি জানি না যে আমরা যথেষ্ট সুরক্ষা পেয়েছি কি না।" অ্যাপেলের কাছ থেকে মজিলার অল্প কিছু কোড আছে যেগুলোর পাবলিক লাইসেন্স ছিল না । - ঠিক আছে -আমাদের বাড়তে হবে। -হায়, আমি মার্ক এন্ডারসন, আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম এবং বার্তা পাঠিয়েছিলাম আমরা চেষ্টা করছিলাম - সমস্যা হল আমার ফোন নাই অ্যাপেল সুইচবোর্ডে কেউ নাই তাই মানুষের ফোন নাম্বার যোগাড় করতে আমার কষ্ট হচ্ছে। খুবই ভাল। একটু অপেক্ষা করুন, ৬ ২ ০। পরের দিন সকালে মোজিলাকে পাঠানোর জন্য স্কট কলিন্স ফোন করেন অ্যাপেলের কোডকে তার নিজের উদ্ভাবন দ্বারা প্রতিস্হাপন করতে। এবং হিসাবমতে আমরা বিশ্বাস করি যে এটা সম্ভব। এটা আমার শেষ বাগ । আমি যখন এই বাগটি সম্পূর্ণ করি, আমাকে বাকিগুলোও দেয়া হবে। তাই আমি প্রায় ৫:৪০ পর্যন্ত অপেক্ষা করি, সকালে এই বদলি ক্লাশটি লিখেছি। এটা আমার জীবনকে করেছিল একটি জীবন্ত নরক। আমি এটা মূলত চলমান পেয়েছিলাম, এটার সব চলমান, এটার সব আসলেই ভাল, এবং অনেক ধন্যবাদ আমরা Apple থেকে অনুমতি পেয়েছিলাম নিয়মিত সোর্স পাঠানোর। এটা আমি বুঝি যে জ্যামি সেই ব্যক্তি যে কিনা ঠেলতে থাকবে সকাল ১০:০০ নাগাদ নিলাম ওয়েবসাইটে উঠবে, এটা কি ঠিক? ঠিক আছে। এবং আমরা দুই অবস্থানের মধ্যে কিছু পার্থক্য ওই সময় প্রেসের জন্য ছবি তোলা সুযোগ, ওখানে টেলিভিশন ক্যামেরা থাকবে, তুমি তো জানোই সংবাদ কর্মীদের - আমরা কি আমাদের হয়ে এ কাজটি করার জন্য অভিনেতাদের নিয়োগ করতে পারি না? - ...তাদেরকে শুধু বল যে তাদেরকে টিভিতে যেতে হবে.. -আমরা এটা হুকুম করব না - তোমরা বর্তমানে টিভিতে আছো। -আমরা দুই মাস ধরে টিভিতে আছি । আমি মনে করি না যে কেউ আসবে। ম্যারাথন-এ দৌড়ানো শেখার একটা উপায় আছে একজন মানুষকে মরুভূমির ২৬ মাইল ভিতরে রাখো, এবং বলে যে, তোমার পিছনে বোম বাঁধা আছে যেটা কিনা যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে যদি তুমি শহরে প্রবেশ করতে না পারো তাহলে সেটা তোমাকে প্রবেশ করতে উদ্বুদ্ধ করবে কিন্তু খানিকটা সম্ভাবনা আছে যে তুমি বিস্ফোরিত হবে। - তুমি তো জানোই এখন কয়টা বাজে? - হ্যাঁ, দশটা বাজতে পাঁচ মিনিট বাকি - আহ! দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি! কনফারেন্স কলে সবাইকে স্বাগতম এই সকালে আমাদের সাথে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ আজ নেটস্কেপ ঘোষণা দিয়েছে যে প্রথম নির্মাতারা এর Communicator 5.0 এর সোর্স কোড ডাউনলোড করা সহজ করে দিয়েছে Mozilla dot org ওয়েবসাইট থেকে। - তুমি কি জানো তারা কোথায়? - দ্বিতীয় ফ্লোরে? - এটি প্রথম ফ্লোর এ, রাস্তা অপর পাশে। এবং তারপর আজকে, মার্চ এর শেষে , যেমনটি আমরা আগে ঘোষণা করেছিলাম, আমরা কোড টি প্রকাশ করবো ওয়েব এ তারা যেভাবে বলে, এবং আমি এই উদ্যোগের সাথে নিজেকে জড়াতে পেরে আনন্দিত। এবং এই সব দেখে আমরা খুবই উতলা। সুসংবাদটি হল এখন ম্যারাথনার পিঠে বোম নিয়ে শহরে আসছে দেখে মনে হচ্ছে সে এটা করতে পারবে। - এটা সত্য বলার মুহূর্ত! তাদের কোন তাত্ত্বিক গঠন কাঠামো নেই সফটওয়্যার লিখার জন্য, তারা শুধু লিখেই যায়। এটা হল বেস্বল হিট করার মত। যদি তাদের কোড কাজ করে, কেউ কোন প্রশ্ন জিজ্ঞাসা করে না। যাই হক, সেটার কোন মানে হয় না। অথবা তুমি কেনই এটা কর, কেন এটা কাজ করে। কেউ গ্রাহ্য করে না কেন এটি কাজ করছে। - দাঁড়াও এটা ঠিক নয়। - এটা কি? - যাই হক এটা ... - এর সাথে সংযোগ স্থাপন করে না । যন্ত্রটি যা কিনা নিয়ন্ত্রণ করে FTP push কে, উত্তর দেয়ার মতো নয়। - এটা কি লোড হয়েছে? - এটা হল "ব্লাস্ট" , "ব্লাশ" নয়। - হ্যাঁ - হয়ত তাদের মতই... - ম্যাক আছে। ইউনিক্স আছে। উইন্ডোজ আছে। - আমাদের কাজ সম্পন্ন হয়েছে! এটা চালু আছে! - ইয়েয়য়! - যেহেতু জ্যামি এখানে রয়েছে, আমাকে বলা হয়েছে তার মানে যে আমরা এখন সোর্স নেট এ ছেড়ে দিয়েছি এটা কি সঠিক? - আসলে আমরা ঠিক করিনি। আমরা ভেবেছিলাম এটি একটি নির্বোধ ধারণা। - এটাই আমাদের কাহিনী এবং আমরা এর সাথেই আছি। নেটস্কেপ এর সবাই কিছুক্ষনের জন্যে একটি সাময়িক বিশ্রাম নিলো। আমি মনে করি এটা কাজ করবে। বের হওয়ার প্রথম প্রহরের মধ্যেই, এই সোর্সকোড হাজার বার ডাউনলোড করা হয়েছে কিন্তু ডাউনলোড এর সংখ্যার কোন গ্যারান্টি নেই যে নেটস্কেপ প্রচুর মূল্যবান অবদান পাবে যা এই প্রতিষ্ঠান কে তার পড়ে যাওয়া কে বদলাতে সাহায্য করবে। সে আমার কাছে পাভলভ নাম এ পরিচিত, সে পাভলভ Pavlov.net এ আর IRC তে পাভলভ অথবা পাভ অথবা উম, পাভ ঘুমাচ্ছে, অথবা পাভ বেশি ক্লান্ত। এবং উম তাকে ছাড়া আমরা অনেক মাস পিছিয়ে পরতাম। নেটস্কেপ এর কুখ্যাতি অনেক কোড লেখক কে টানে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে মজিলার উপর কাজ করতে চায় কোন অর্থ ছাড়াই। এরকম একজন সাহায্যকারী এসেছিল জর্জিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে। আমি অবাক হয়ে যাচ্ছি গত দুই তিন বছর ধরে, বিশেষ করে যখন তার মা এসে আমাকে বলে "সঙ্গতভাবে তথাকথিত" হয়তোবা নিউইয়র্ক থেকে এবং তারা আটলান্টা আসছিলো এবং তারা স্টুয়ার্ট এর সাথে কথা বলতে বা তাকে দেখতে আসছিলো, এবং তারা নিচে যাচ্ছিলো এবং মধ্যাহ্নভোজ সাড়লো। "সঙ্গতভাবে" আমি বললাম, " নিউইয়র্ক থেকে আসা এই লোকটি কে?" এবং হঠাৎ করেই "সঙ্গতভাবে সে কাজ করছিল স্টুয়ার্ট এর সাথে কিছু প্রোগ্রামিং বিষয় নিয়ে তাই এক বছরের জন্যে এবং সে থামতে চেয়েছিল এবং দেখা করল, " সঙ্গতভাবে তুমি কি তাকে বলেছিলে যে তোমার বয়স মাত্র ষোল? " আমার কোন ধারনা নেই, উম এবং সেটি অসাধারণ, এটা খুবই দারুণ একটি বিষয় যে সে অবদান রাখছে, এটা কোন ব্যাপার না যে সে তরুণ। যেটাকে আমরা গুহা বলি। আমরা শুধু দরজা টা বন্ধ করে দেই এবং এটাই সেই জায়গা যেখানে সে তার যা ইচ্ছা তা করে। এটা হতবুদ্ধি করার মত যে তোমার সন্তান কিছু করেছে এই বিশ্বব্যাপী প্রতিষ্ঠানের জন্যে তার বাড়ির কাজের পরিবর্তে । আমি গিয়েছিলাম এবং পুরান কোড দেখেছিলাম এবং আমি সত্যিই ভীত হয়েছিলাম কোড দেখে, যা ছিল অবিশ্বাস্যকর এলোমেলো এবং প্রচুর ভয়াবহ আপনি জানেন কেমন সময় লাগবে বছরের চেষ্টায় আপনি বের করতে পারবেন এটা কি করছে। তাই মূলত আমরা এটা শুরু থেকে আরম্ভ করেছিলাম। প্রায় আমি এমন কোড প্রদান করছি যা ব্রাউজারকে সবকিছু আরও দ্রুত দেখাতে সাহায্য করবে এবং পূর্বের থেকেও বেশি দক্ষতার সাথে। তার টাইপিং অনেকটা কথা বলার মতই। এটা শুধু এক ধরনের প্রকাশ। সে নিজেকে ওই ভাবে প্রকাশ করতে পারে এবং এটা পুরোপুরিভাবে চেতনাহীন, প্রায়। সে কিভাবে যোগাযোগ করে শুধু তারই একটা অংশ। অতীতে, ফ্রি-কোড এর অবদান ইন্টারনেট তৈরি করতে সাহায্য করেছিল। কিভাবে বাণিজ্যিক উদ্যোগের উপকার হবে ফ্রি-কোড থেকে এই বড় প্রশ্নটি রয়ে গেল। ভাল, এটা অবশ্যই আমার আশা যে প্রচুর পরিমাণ নতুন লোক যাদের কোন কোম্পানি বহন করতে পারবে না কোন পণ্যে কাজ করানোর জন্য, এখন অবদান নেটস্কেপ ন্যাভিগেটর-এ রাখতেছে সংবাদদাতা উল্লেখযোগ্য পরিবর্তন করবে পণ্য উন্নত করার জন্য। সেটা কিভাবে যেকোনো প্রতিযোগীর বিরুদ্ধে কাজ করবে, দেখা বাকি আছে। –শুভ সকাল –শুভ সকাল,ধন্যবাদ। ডেভিড রিডম্যান, স্যান ফ্রান্সিস্কো ইনভেস্টমেন্ট ব্যাংক-এর একজন গবেষক, নেটস্কেপের মৌলিক পরিকল্পনাকে নিবিড়ভাবে পর্যপেক্ষণ করছেন বিনিয়োগকারীদের অংশগ্রহণের আগ্রহের জন্য ইন্টারনেট স্টক বুম-এ। মার্কেটটি সত্যিই একধরনের ভোট দেওয়ার যন্ত্র, এটি ভোট করে? হ্যাঁ, আমি মনে করি এটা দর্শন ভাষ্য। হ্যাঁ, আমি মনে করি এটা পণ্যগুলোর বিক্রিতে পরিবর্তন আনবে। হ্যাঁ, এটা উপার্জন বাড়াবে, এবং তুমি জান সে অনুযায়ী স্টকগুলোর বাণিজ্য হবে। নেটস্কেপ-এর আর্থিক সুবিধা এটির দিয়ে দেওয়া সোর্স কোড নির্ণয় করা কঠিন। আমি বুঝি কেন নেটস্কেপ এটি করার চেষ্টা করছে। তাদের এখনো আমাকে দেখাতে হবে যে তা তাদের লক্ষ্য এবং স্লাইডওয়ারের উর্ধ্বে সেখানে একটি বাস্তব দীর্ঘস্থানীয় ব্যবসার মডেল আছে যেটি আয়ের গুন গুন প্রদান করতে পারে, এবং আমি এখন নেটস্কেপের সো-মি মোডে আছি। এখন আমার কাজ হবে তিন গুন বেশী। গতকাল এটি যেরকম ছিল এবং এটি ইতিমধ্যে দশ গুন বেশী কষ্টের যা এটি হওয়া উচিত। ঠিক? আমি কি শুধু বেশী কষ্ট করি শিপ এর জন্য কোম্পানীর মূল্যবানরা বিল্ডিং এর বাইরে এবং এর ফলে এটি মৃত্যুর মুখে পড়বে আমাদের উপর এবং বিষ ও কষ্টের মাঝে ঘুরপাক খাবে। পরদিন যখন এটা বের হয়, আপনি আসলে তীব্রতা কমিয়ে দিতে পারেন এর পর সেখানে দিন আসে দিন কাজে যাওয়ার পর কম্পিউটার খোলা, কোড,কোড কোড। -ধন্যবাদ তারা। -তারা? হু আপনার ডাক্তার কি বলে তারা? -আহ, আমার ডাক্তার যথেষ্ট উৎসাহব্যঞ্জকভাবে বলে যে আমি বেশী কাজ করি এবং আহ, যদি আমি আজ কাজ এ যাই আজকের সাক্ষাৎ এর পরে তবে তিনি ব্যক্তিগতভাবে আমাকে খুন করবেন। আমার নিজের সাথে আমার একটি চুক্তি হয়েছে যখন আমার বয়স ৩৫ হবে, আমি হয়ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হবে অথবা পরিবেশক হব কিন্তু যে কোন কিছু, কিছু কিন্তু কোন হাইটেক ইন্ডাস্ট্রিতে না। অথবা আমি হয়ত মারা যাব ৪০ বছর হওয়ার আগেই। আহ, এখন যেহেতু আমি একজন বয়স্ক ব্যক্তি আমার কয়েকবার ব্লকের মতন হয়েছে বেশ কয়েক বার এবং আপনি তখন বুঝতে পারবেন, "এটি কখনো থামে না, থামে কি?" এবং তা অনেক বেশী হতাশাজনক কারণ আপনি অনুভব করেন এরকম যেমন "আমি আছি,আমি আছি"। আমি বলেছিলাম আমি কখনো থ্রেড মিল এ যাব না এবং এখন আমি এখানে। আমি থ্রেডমিলে আছি। আমি সবসময় এরকম করে চলতে থাকব। কারণ তারা সফটওয়ার এ ভাল, তাদের গতি ধরে রাখতে হবে। এবং এর ফলাফল হিসেবে,গতি ধরে রাখা মানে অন্য অনেক জিনিস বন্ধ করে দেওয়া। তাদের পড়ার জন্য সময় নেই, বিশ্ব সম্বন্ধে জানার সময় নেই। তাদের পরিবারের জন্য তাদের বেশি সময় নেই। উম,কিন্তু যখন আপনি পরিস্থিতির মুখে পড়েন যেখানে আপনাকে অনেক কাজ করতে হবে এবং আপনার কোন সময় নেই তা করার, আপনি জানেন, বাছাই করেন আপনি কি চাচ্ছেন। কিছু মানুষ বাছাই করেন তার পরিবার থাকবে। কিছু মানুষ বাছাই করেন তিনি কিছু সফটওয়ার সমাপ্ত করবেন। ক্রিস্টোফার এর জন্ম হয় আমি নেটস্কেপ এ শুরু করার পর পর, এবং আমি সাধারনভাবে মিস করেছি তার জীবনের প্রথম দুই বছর ব্যস্ততার কারণে। আমি কাজ করতাম ৭টা অথবা ৮টা পর্যন্ত, ঘরে আসতাম, রাতের খাবার খেতাম, শিশুদের বিছানায় দিয়ে আসতাম এবং এরপর আবার কাজে ফেরত যেতাম, অথবা বাড়ী থেকে কাজ করতাম,২টা বা ৩টা পর্যন্ত সকালে আমি ছিলাম জোম্বি বাবার মত। সে কল রত এবং বলত,আমি ঘরের রাস্তায় এবং এরপর এটি প্রায় ২ অথবা ৩ ঘন্টা হত এবং আপনি জানেন, রোমান্টিক ডিনার ক্যান্ডেলগুলো পুরে শেষ হয়ে নিভে যেত এবং আমি চিন্তা করতাম সে মারা গিয়েছে রাস্তার পাশে কোন স্থানে, যদি ২৪ ঘণ্টা পার হয়ে যায় এবং আমি তার কোনো খবর না পাই, তাহলে আমি ভালমতই জানতাম তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে। আমি মিশিগানে থাকি। এবং ভ্রমণ করি। এটি অনেক লম্বা ভ্রমণ এবং আমি সবসময় এটি করতে পারি না। আমি প্রতি দুই সপ্তাহ বা পরে এটি করি । কিন্তু, উম এটি সময় এর পরিবর্তন স্বরূপ। এখানে এটি ১২:০১ এর মত সকালে এবং সেখানে ১৯৫৪। এখানে আসার আমার অনুপ্রেরণা হল আমি কমিউনিটিতে ঢুকতে চেয়েছিলাম, শিকড় লুকিয়ে রেখে এখানে স্থায়ী হতে চেয়েছি। এবং আমার...জীবন সেখানে ভিন্নরকম, আসলেই ভিন্ন। এখানে মানুষ কাজ করে যেমন গাড়ির কারখানা অথবা যেটাই হোক...৩০ বছর এবং শেষ। আমরা ৪৫ মিনিটের মত কথা বলি তার সাথে তার পছন্দ, তার সম্পূর্ণ গল্প,কাজ থেকে কাজে, কাজে, কাজে। আমি চিন্তা করেছিলাম এটি অনেক বেশি মজার সে দশ বা এর বেশী, চাকরি করেছে। তিনি এটি করতেন অনেক সময় বিশেষ করে চাপের সময়ে, বাচ্চা হবে দুই মাসের মধ্যে,এবং আমি চাকরি পরিবর্তন করছি। আমি পছন্দ করি যখন সবকিছু পরিবর্তিত হয়। এটি অনেক বেশী উপভোগ্য। তাই আমি এটি করি। এটি অনেকটা ঝড়ে থাকার মত, একদম তার মাঝে এবং সবকিছু দেখা নতুন ঘটনা এবং তার সবগুলো একত্রে যুক্ত করা। এটি অনেক বেশি মজার। এটি আসক্তির মত।এবং আমি এটি ছাড়তে চাইব না, এটা একদম নিশ্চিত। মাঝে মাঝে এটি পরিষ্কার উৎসর্গ ব্যক্তিগত জীবনের উপাদান সমূহের। আমাকে অনেক বেশি কাজ করতে হবে কিন্তু আমার থেকে সুযোগ আছে আমার কাজের জন্য পুরষকার পাওয়ার। আর অসুবিধাটা হল,আমার জীবন চলে যাচ্ছে। এবং আমার থেকে এখনও কোন শিশু নেই, আপনি বুঝতে পারেন এখানে নিশ্চিত পরিমান সময় আমার জীবন থেকে আমি বাদ দিচ্ছি এবং আমি যখন পিছনে ফিরে তাকাই এবং তখন দেখি আমার জীবনের একটি অংশ চলে গিয়েছে। ইউএস এ, আমাদের অনেক মিলিয়ন মানুষ আছে যারা সফটওয়ার থেকে জীবিকা নির্বাহ করছেন। এবং এটি সবচেয়ে বেশী প্রবৃদ্ধি পাচ্ছে অর্থনীতিতে এরকম একটি দল। এবং নিশ্চিতভাবে বলা যায় সব এরকম আকারের মাঝে এখানেই সবচেয়ে বেশী অর্থ প্রদান করা হয়। আমি বুঝাতে চাচ্ছ ইয়ে, আপনার বেসবল আছে, আপনার হলিউড আছে। কিন্তু আপনি জানেন আপনি যখন আসলেই মিলিয়নেরও বেশি মানুষের কোন দলকে নিয়ে চিন্তা করেন, এগুলোই এযাবৎকালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রাপ্তি । কোডারদের জন্য বড়কিছু অর্জনের খুবই বাস্তব সুযোগ রয়েছে । আসলে আপনি যদি সৌভাগ্যবান হন ওয়াল স্ট্রিট ট্রেডিং ডেস্ক থেকেও সুযোগ আসতে পারে । এবং আমি দেখেছি যে সিলিকন ভ্যালীতে অনেক ইন্জিনিয়ার এবং ম্যানেজার আছেন যারা প্রতিদিন এই ট্রেডিং ফ্লোরে কি হচ্ছে না হচ্ছে তার খোঁজখবর রাখেন। একটি মাত্র অ্যাকাউন্ট দ্বারা, 64 জন মিলিওনেয়ার তৈরি হচ্ছে প্রতিদিন সিলিকন ভ্যালিতে যেখানে কোন প্রযুক্তি কর্মী রাতারাতি ধনী হয়ে যেতে পারেন । আপনি একটি কোম্পানিতে যোগ দিলে তারা আপনাকে কিছু স্টক অপশন দেয়, যেটা মূলত শুধুমাত্র স্টক প্রদানের পরিবর্তে, বর্তমান মূল্যে ভবিষ্যতে স্টক কেনার অধিকার দিয়ে দেয় । আপনি হয়তো স্টক পেতে পারেন এক বছরের বেতন বা দুই বছর বেতন অনুযায়ী । ইন্টারনেটে এমন কিছু বাস্তব বুমিং কেম্পানি আছে, যেখানে ভাল করা বা মিলিওনয়ার হওয়ার সম্ভাবনা খুবই বেশি । যারা অনেক শীঘ্রই হয়ে যান, তারা নিজেদের 'মোজিলিওনেয়ার' বলেন । স্টক অপশনগুলো হল এক প্রকার অধ্যয়ন । উমম, এটি একটি গাজর এবং লোভ, এটা, ভালো, আপনি জানেন যদি আপনি আপনার একমাত্র যৌবন শেষ করে ফেলেন, হয়ত কোন একদিন আপনিও টাকা উপার্জন করবেন, তাই না এটি উমম, আমি অনেক লোককে দেখেছি যারা লটারীর শুরুতেই জুয়া ধরেছে এবং কিছুই পায়নি । আপনি জানেন এটি শুধুই একটি লটারী টিকিটের মত, এটি হচ্ছে কর । উমম, আমি সেই বিশেষ লটারী জিতেছি । মাইক্রোসফট ইন্টারনেটের প্রতি তাদের আক্রমনাত্মক প্রতিশ্রুতি ঘোষণার দিন থেকে, কিন্তু, নেটস্কেপ স্টকের ক্রমাগত অধ: পতন হয়েছে, এবং সমস্ত ১৯৯৮ সাল জুড়ে নেটস্কেপের অধিকাংশ অপশনগুলো অকেজো হয়ে যায় । দেড় বছর আগে যেখানে, আমাদের সম্পূর্ণ লাভের অর্ধাংশ আসে ব্রাউজার বিক্রয় থেকে । আজ তার কোনটাই ভাল আসছে না । যেকোন ব্যবসায়ী বুঝতে পারবেন যে ব্যাপারটি কতখানি বিপর্যয় । মানে আমি আপনার সর্বোচ্চ বিক্রয়যোগ্য পণ্য নিয়ে নিব এবং আপনি সেটা প্রতিস্হাপন করবেন ১২ মাস সময়ের মধ্যে ! খুব বেশি মানুষই তা করতে চাইবে না । যদিও কোম্পানি অন্যান্য ইন্টারনেট ভিত্তিক পণ্য বিক্রয় করে, ব্যবসা ক্ষেত্রে দেখা যায় নেটস্কেপ ব্রাউজার কোম্পানি হিসেবে মাইক্রোসফটের কাছে হেরে যাচ্ছে । -গ্রেগ আমি জিম বার্কসডেল নেটস্কেপ কমিউনিকেশন থেকে বলছি, কেমন আছেন ? এটা পরিষ্কার যে নেটস্কেপের কাছে মাইক্রোসফটকে ভয় দেখানোর মত কিছু নাই । আমি মনে করি না যে নেটস্কেপ দীর্ঘমেয়াদী ভাবে একক কোম্পানি হিসেবি টিকে থাকতে পারবে । মজিলা যখন চেষ্টা করছে পূর্বাবস্হা ফিরিয়ে আনতে, কোম্পানির উজ্জল দিন গুলো, বহির্মাধ্যম থেকে কোড সংযুক্ত করে মানে ব্রাউজার টিমের প্রত্যেকের জন্য অতিরিক্ত কাজ । -দৃশ্যত: আমাকে তা থেকে পিছন দিকে এটি সম্পন্ন করতে হবে যেখান থেকে আপনি আমাকে বলেছিলেন অথবা আমি জানি না । -ঠিক আছে, এটি খারাপ । -আমরা পুরাতন মুক্ত বৃক্ষটি নিতে চাই এবং উপধারা হিসাবে এটিকে ব্যবহার করতে চাই, এবং আমরা এরই চারপাশে এই আকর্ষণীয় বৃক্ষটিকে গড়ে তুলতে চাই । -না, আমরা সেটা করতে চাই না । এনএস প্রাইভেট সবারউপরে, তাই না? -এটার জন্য একটা প্রোজেক্ট ফাইল অথবা ওটার জন্য একটা প্রোজেক্ট ফাইল, উভয়ের জন্যই প্রোজেক্ট ফাইল তো একটা হতে পারে না । উভয়ের জন্য আমাদের কোন পরিকল্পনা নেই । তাই ঠিক এখন আমার কাছে আমার কাছে কিছু ফাইল আছে একটি একক ডিরেক্টরির মধ্যে জাভার জন্য এখান থেকে আসতে হবে, এবং কিছু ফাইল যেগুলো এখান থেকে আসতে হবে একই একক ডিরেক্টরিটির মধ্যে, একই ডিরেক্টরি । বলুন সেটা আমি কিভাবে করব ? এটাই হল সমস্যা । যে ব্রাউজার বিভাগ পরিচালনার জন্য কোম্পানির খরচ হয় প্রতি বছরে প্রায় ৩০ মিলিয়ন ডলার এবং যা কোম্পানিকে খুবই সামান্য লাভ দেয় দ্বিতীয়বারের মত ব্যর্থতার পরও পুনরায় গঠন করা হয় এক বছরেরও কম সময়ে । আমাদের কাছে কি সবকিছুর উত্তর আছে: নেই । আমরা চেষ্টা করতে এবং শিখতে যাচ্ছি, আমরা কি করতে পারি ঐ মানুষগুলোকে দেখে যারা এত ভাল কাজ করেছেন . . . যখন আমি শুরুর দিকে যোগ দেই, আমি পাই যে ২০ এর মধ্যে ১৯ বারই ব্যর্থ । যখন একজন কর্মচারী আসে বর্তমানে নেটস্কেপ এ কাজ করতে তার এই ধারণা থাকে না যে সেখানে ২০ এর মধ্যে ১৯ ভাগ সুযোগ যে এই কাজটি বলার মত কিছুই হবে না ১ থেকে ৫ বছরের মধ্যে । আপনার বসবাস যদি এখানেই হয়, এটি এখন মুখে মুখে যে "আপনি কি বিশ্বাস করেন যে মাইক্রোসফট ব্যবহার করেছে একটি অবৈধ অথবা অন্যয্য পন্থা নেটস্কেপ এর মার্কেট শেয়ার নিয়ে নেয়ার জন্য ?" এবং এই প্রতিষ্ঠানের হৃদয় ও আত্মা যদি সুযোগ হয়, সমানাধিকরণ হয়, মাইক্রোসফট এর মার্কেট শেয়ার অর্জন করেছে এর কোড ব্যাকগুলি ছাড়া আর অন্য কিছু সত্যিই প্রত্যেককেই রাগিয়ে দেয় । বিচারবিভাগ মাইক্রোসফটকে জরিমানা করেছে বিরোধী প্রতিযোগিতামূলক এবং বর্জনীয় চর্চায় যুক্ত থাকায় ব্যক্তিগত কম্পিউটার অপারেটিং সিস্টেমে এর একচেটিয়া অধিপত্য বজায় রাখার জন্য পরিকল্পিত হওয়ায় এবং ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যারে সেই একচ্ছত্রতা প্রসারিত করতে চেষ্টা করায় । তথাপি মাইক্রোসফট বিরুদ্ধে এর মামলা, নেটস্কেপ এর বর্ধিত আকারের শিকারে পরিণত হয়েছে এবং এর কোডের ক্রমবর্ধমান জটিলতার কোম্পানীটি সংগ্রাম করছে জীবনীশক্তি বজায় রাখার জন্য কিন্তু এটি একটি ঝুকাপূর্ণ মাধ্যম । তাই কোম্পনিগুলো, বড় বড় কোম্পনিগুলো সেটি করে না । উম, মাইক্রোসফট আসলে খুব বেশি কিছু না, তারা কোম্পানিগুলো কিনে নেয় । কেউ আকর্ষণীয় কোন কিছু করা পর্যন্ত তারা অপেক্ষা করে, এবং তারপর তারা সেটা অর্জন করে, এবং তারা সেটা থেকে সর্বোচ্চটা পাওয়ার জন্য বিনিয়োগ করে । আমি শুধু মাইক্রোসফটের কথাই বলবো না কারণ অনেক কোম্পানিই সেটা করে থাকে, এটি ব্যবসা করার একটি সাধারণ উপায়। আমরা এখন ফ্লিন্ট সেন্টারের উদ্দেশ্যে বের হয়েছি । আমরা সর্বপক্ষীয় একটি মিটিং এ যোগ দিতে যাচ্ছি । জিম বার্কসডেল মিটিংটিকে মোটামুটি এক সপ্তাহ পিছিয়েছেন । আমরা শুধু ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করেছি এবং এখন এই প্রধান দিক পরিবর্তন । ঠিক আছে, কোন কারণে আপনি খবরের কাগজ পড়েন নি, আজ সকাল ১.৩০ এ আমরা দামাদামির পর ডুলেস, ভার্জিনিয়ার এওএল এর কাছে আমাদের কোম্পানি বিক্রির ব্যাপারে সম্মত হয়েছি । আমি ঐদিনের কথা কল্পনাও করতে পারি না যেদিন তারা সমন্বয়ের ঘোষণা দিয়েছিল যে তারা এমন ছিল না "ওহ, এটা অবিশ্বাস্য" আপনি জানেন একটি দুঃস্বপ্নের দৃশ্যের মতো । যদিও আপনি জানেন সবচেয়ে খারাপ হত মাইক্রোসফটের আমাদেরকে কিনে নেয়াটা, আমার মনে হয় আপনি জানেন । ঠিক তখন আপনি, এক সারি গাড়ি নেটস্কেপ থাকে বেরিয়ে যেতে দেখবেন, ছয় মাস আগেও তারা এওএল এর প্রজুক্তিকে অপমান করছিল, এটাকে নির্বোধদের সার্ভিস হিসাবে গণ্য করা হতো। "অভিনন্দন স্কিপ্পি, তুমি একটা চিঠি পেয়েছ ! " সিলিকন ভিলে তে এওএল সম্পর্কে নেটস্কেপ এর তেমন চিন্তাভাবনা ছিল না এটি সকলের কাছে পরিস্কার ছিল যে তাদের কারোরই কোম্পানির প্রতি কোন সম্মান ছিল না নেটস্কেপ এর একজন স্টেভ কেস কে একজন সাবান বিক্রেতা বলেছিল কারণ সে প্রোক্টল অ্যান্ড গ্যাম্বলে কাজ করতো। আর সেই সাবান বিক্রেতাই তাদের কিনে নিল। যে উধৃতিটি অনুচ্ছেদে এসেছে সেটি হল "নেটস্কেপঃ (অনুরূপ লাইন) দ্রুততার সাথে বাসবাস করেছেন, অল্পবয়সেই মারা গেছেন, আর একটি ক্লান্তমৃত দেহ রেখে গেছেন।" এবং তারা এ বিষয়ে একমত কিনা আমি সন্ধিয়ান আমি বিশ্বাস করি না যে নেটস্কেপ কাজ এখনো শেষ হয়েছে তারা আমাদের কিনেছে কারন তারা আমাদের পছন্দ করে তারা আমাদের কাজ পছন্দ করে, এবং তারা আমাদের এই প্রক্রিয়ায় বাধা দিতে চায় না; অতএব, তাদের পরিকল্পনা হল আমাদের কোনভাবে ক্ষতিগ্রস্ত না করা। নেট এ বিষয়ে অনেক, অনেক জল্পনা-কল্পনা চলেছিল। আপনি তো জানেন, বিনা মূল্যে সফটওয়্যার কমিউনিটিতে পরিস্থিতি টা এমন ছিল যে , ওহ, সময় হয়েছে এখন সবকিছুই শেষ "এওএল 'সবকিছু নষ্ট করে ফেলবে '' তো আমি একটা জিনিস লিখলাম এবং সেটিকে mozilla.org এর ওয়েবসাইট পোস্ট করলাম, যা সবচেয়ে খারাপ পরিস্থিতি গুলকে তুলে ধরল আমার এমন একটি ভাব ছিল যে যদিও সবকিছু ভুল পথে এগোয় তবুও আপনাদের যা ধারনা, পরিস্থিতি অতোটা খারাপ হবে না। কারণ নেটস্কেপ এর কাজের প্রকৃতি বুঝানো হয়েছে কোডটি এখন কমিউনিটির। কয়েক দিন পরে স্টেভ কেস থেকে আমি ইমেল পেলাম। বলল যে, আপনি যা করছেন তা অসাধারণ। এবং সেই কারণেই আমরা এই কোম্পানিটি কিনেছি। যেমন ভাবে চলছে সেটিকে আমরা সেভাবেই রাখার পরিকল্পনা করেছি,তাই যত দূর পর্যন্ত Mozilla.org এবং নেটস্কেপ এবং এওএল এর অবদান ওপেন সোর্সটি তে থাকবে, সে বলেছে এটি চলতে থাকবে। এওএল এর সাথে সংযোগ শেয়ার হোল্ডারদের জন্য একটি আশীর্বাদ ছিল যেটা নেটস্কেপ এর চাকুরীজীবীদের টাকা উঠানোর এবং চলার সুযোগ করে দেয়, জাতীয় মিডিয়াতে একটি গুজব শুরু হয় নেটস্কেপ এর আসল মানুষদের ধরে রাখতে এওএল এর ক্ষমতা নিয়ে। এবং তুমি তো জানোই,আমি শুনেছি, যে এওএল এর মানুষ নেটস্কেপ আসে এবং বলে হ্যাঁ এটা এওএল এরই পদ্ধতি। এটি নেটস্কেপ-এ কাজ করবেনা। এটা হতে হবে এওএল এর সাহায্য নিয়ে নেটস্কেপ এর পদ্ধতিতে! আমি ধারণা করছি তাদের মধ্যে অনেকেই চলে যাবে। তুমি তো জানোই, তারা এওএল এর অংশ হতে চায় না। কিছু মানুষের মানসিকতা আগের মত। এবং যারা জুজার্নেট এর অংশ হতে চায় তাদের সেখানে থাকতে হবে এবং জুজার্নেট অংশ হতে হবে। আমি নেটস্কেপ এর সাথে সাড়ে তিন বছর ধরে আছি এবং এটা মনে হয় যেন চিরকালের। এওএল এর লক্ষ্য এবং নেটস্কেপ এর ক্রমবর্ধমান লক্ষ্য হচ্ছে বিপণন এবং বিজ্ঞাপন এই সব বিষয়ক এবং এগুলো কোন ভাবেই বিনোদনমূলক নয় তাদের জন্য যারা বলতে গেলে টেকনো-ফেটিশিট। আমি চাকরী পরিবর্তন এবং বাড়ি বিক্রি করছি, আমি চলে যাচ্ছি এবং শহর পরিবরতন করছি... ঐ জীবন নতুন কিছুর জন্য। আমি এখনো ছোট এবং অবুঝ ভাবে এসেছি, যাতে আমি সেসব বিষয় থেকে দূরে যেতে পারি। দেড় বছর আগে, তারা আমার কাছে এসে বলেছিল "আমি এমনভাবে ম্যানেজার হতে চাই যাতে করে আমি তা উপলব্ধি করতে পারি" তাই আমরা পরিশেষে বললাম ঠিক আছে, তুমিই ম্যানেজার হবে। এবং এক সপ্তাহের মধ্যে সে বলল "তুমি কেন আমাকে এটা করতে দিলে?" এবং নেটস্কেপ-এর বিশেষ ম্যানেজারদের মধ্যে একজন হয়ে উঠল। এই হল তারা, টিম ম্যানেজার মুক্ত তারা একটি ই-কমার্স শুরু করার জন্য নেটস্কেপ ছেড়ে দেয়, তার স্টক অপশনের একটি বড় মূল্য হারিয়ে তার নতুন কোম্পানিতে একটি ভাল বেতনের আশায়। তথাপি এওএল নেটস্কেপের ব্যবসা কিভাবে চালায়, এটি আর নেটস্কেপ নয় - সেই অংশ সমাপ্ত হয়েছে। আর, তুমি তো জানোই, এটা অনেক কষ্টের যদি নেটস্কেপ নিজেদের মধ্যে এটি উপলব্ধি করতে পারতো। ওপেন সোর্স উন্নয়নে দায়বদ্ধতার অভাবে হতাশাগ্রস্ত হয়ে, জ্যামি নেটস্কেপ ছেড়ে দেয় যেদিন সে মজিলা কে ছড়িয়ে দিতে সাহায্য করেছিল। হ্যাকার মুভিটা আমার মতে দারুণ। যদি তাদের মত আমাদের জীবনটা হত, যদি আমরা রোলার স্কেটিং করে স্প্যানডেক্স ঘুরতে আর খারাপ মানুষের সাথে মোকাবেলা করতে পারতাম, কিন্তু তুমি জানো যে এটি এমন নয়, একটি রুমে সারাদিন বসে থাক আর টাইপিং কর। এই জীবন, যেটি থেকে আমি পালাতে চেয়েছিলাম। আমি জানতাম আমি এখানে থাকতে চাইনি। আমি এখানে চার পাঁচ বছর ধরেই আছি। জায়গাটা অনেক সুন্দর। এটি জঙ্গল থেকে মক্ত। জিম রসকিন্ড নেটস্কেপের সবচেয়ে বড় প্রোকৌশলি হিসেবে নিয়োগ হয়েছে। গত রাতে আমি ভোর চারটায় এখানে ছিলাম, এবং এটি এখনও সমাধানের অর্ধেকও হয়নি। কিন্তু এটা প্রায় একটি আসক্তি, একটি বৃক্করস মত নিখুদের জন্য উদ্যোগী। এবং এরপর আপনি যা দেখছেন, কঠিন ধাক্কা পেতে আপনি এর প্রতিক্রিয়া পাবেন। আপনি তো জানেন, আমার আসলেই মন্তচ্য করা উচিৎ ছিল না যেখানে আমিও বাকিদের মত বোকা কিন্তু আমি সামনে এগিয়ে যাব এবং সাথে আমি বোকা তা স্বীকার করব, এখানে উপাদানের সম্পদের জন্য একটি অসাধারণ লক্ষ্য আছে। এটা আবার নবাবিস্কৃত স্বর্ণ খনিতে দ্রুতবেগে যাত্রার মত । এবং এটি হবে সেই নাট্যশালা । এবং পরে এটি সামনের বারান্দার মত হবে, আমি মনে করি ছোট ফুল এবং উপাদান । সুতরাং, এটি একটি ছোট সুন্দর ঘরের মত হবে । আমি নেটস্কেপ গিয়েছিলাম কেননা তাদের প্রধান উদ্দেশ্যই ছিল অর্থ উৎপাদন করা । এই ইন্টারনেট জিনিস এর উপর ভিত্তি করে । এটা এমন যে আমরা যা করব তা আমাদের সমৃদ্ধশালী করে তুলবে । এটা ঠিক, আমাদের বিবাহ একটি ভারী টোল গ্রহণ । এবং, এটি যদি ঈশ্বরের চারুতার জন্য না হত । আমরা এটি করতাম না । “কেন আমি ঈশ্বর দেয়া ব্যবহার করবো” মিসেল হতাশ প্রকাশ করল । মিসেল তার জীবনে এমন একটি জায়গা থেকে এসেছিলো যেখানে খরচ খুব বেশি। আমি আর এটা করতে চাই না । যদি মানুষ দেখে বা দেখতে পারে এবং বলে ওহ এটা একটা ভাল জিনিস, আমি একটা স্টার্ট আপ শুরু করবো । এবং তাড়াতাড়ি সমৃদ্ধশালী হবো । আমাকে শুধু বলতে হবে তোমাকে খরচ গুলো গণনা করতে হবে কারণ তুমি কখনও হারিয়ে যাওয়া সময় উদ্ধার করতে পারবে না । মিসেল টয় নেটস্কেপ এর ৬ নম্বর কর্মচারী তার লক্ষ্য ছিল আর্থিক সচ্ছলতা এবং তা সে অর্জন করেছে এবং মজিলা মুক্তির পরে শীগ্রই নেটস্কেপ থেকে অবসর নেয় । উপত্যকায়, আপনি যদি কোন জাগায় তিন বছর এর বেশি থাকেন মানুষ চিন্তা করে কি চলছে? তুমি অন্য কোন চাকরী পাচ্ছনা না কেন, তোমার সমস্যা কি? তুমি যদি প্রোগ্রামার হও, তুমি তাহলে কিছুটা চাকরী পরিবর্তন কর প্রত্যেক দুই বছর পর পর বা এরকম । এটা ধ্বংসের মত, কর্মীর কর্ম ক্ষমতা ধ্বংসের মত । তারা একটা গ্রুপকে বাহিরে পাঠায় কোন কিছু করার জন্য । যখন ওই গ্রুপটা আসে তারা যে কাজটি করবে কিছু ক্ষতি করে যায়, কিছু ক্ষতি সামনে হবে যখন এটি লক্ষ্য-এ পৌছায় তখন এটি সম্পূর্ণ ভিন্ন কিছুর সমষ্টি হতে পারে যা ত্রুটিতে ভরা আমি মনে করি আমরা যে কাজগুলো করছি ,যখন আমরা সেটিকে কতগুলো কাজ এ ভাগ করি এবং প্রচুর, তথ্য যুগে এটা অনেকটা এমনই হবে । স্কট কলিন্স মিশিগান থেকে নেটস্কেপ এ বিনিময় চালিয়ে যায় । এখানে বর্তমান এ প্রচুর চাপ সময় মত আমাদের পণ্য সম্পূর্ণ করার জন্য । আমি এখন পানিতে ভাসছি যেখানে স্টক করছে হাস্যকর দড়াবাজি । আমরা একটি ২০$ কোম্পানি এবং এই সময় এ আমাদের স্টক হল ১৭২$ । তাই কাজের পরিমাণ নিয়ে হতাশ হওয়া খুবই কঠিন তোমাকে করতে হবে যখন প্রত্যেক ঘনক্ষেত্র ঝুড়িতে এক মিলিয়ন ধরে । যখন ১৯৯৯ এর স্প্রিং-এ এওল এর সাথে চুক্তি শেষ হল নেটস্কেপ এর স্টকের মূল্য সমবায় ঘোষণা মূল্যর চেয়ে দ্বিগুণের বেশি হয়ে গেল । নেটস্কেপ সঠিক মূল্যায়ন করেছিল । তারা এওএল থেকে তাদের অদৃষ্টকে ঝাঁকিয়েছিল যখন লেনদেন ঘোষণা হয়েছিল, উহ্য মূল্যনির্ধারণ ছিল ৪.২ বিলিয়ন এর ধারের কাছে যখন বিনিময় সম্পূর্ণ হয়েছিল, বিনিময় মূল্য করা হয়েছিল ১০ বিলিয়ন । তাই লাভ হয়েছিল প্রায় ৫.৫ অথবা ৬ বিলিয়ন ডলার এতো মোট সম্পদ তৈরি হয়েছিল তাই, আমি মনে করি এটা ছিল অনেক বুদ্ধিসম্পন্ন চুক্তি তৈরি নেটস্কেপ ম্যানেজমেন্ট এর যে কাজ তাদেরকে খেলায় টিকিয়ে রেখেছিল দীর্ঘ সময় এবং নেটস্কেপ শেয়ারমালিকদের অনেক উপকার করেছিল । মো- -জি- -লা চিরস্থায়ী যখন অনেকেই তাদের শেয়ার বিক্রি করলো নেটস্কেপের শেষ বছরে বার্ক্সদেল আরো অনেক গুলো কিনল এবং সমবায়ের পর তিনি তার শেয়ার বিনিময় করলো অর্ধ বিলিয়ন ডলারের চেয়েও বেশি এওএল শেয়ারের সাথে পশ্চিমা থেকে আরেকজন অল্প বয়সী লোক এসেছে প্রযুক্তির নতুন সীমান্তে আর ভাগ্য খুঁজতে। সাক্ষাৎকার দিতে আমার অল্প ভয় লাগছে, কারণ আমি এটার পুরোপুরি জানি না কি হবে। এটি একটি দীর্ঘ পথ তিন হাজার মাইল অনেক দীর্ঘ পথ তোমার সন্তানের জন্য কিন্তু এটিই একটি জায়গা যেখানে অনেক কিছুই হবে আর তাই সে এতে ভীষন আগ্রহী এবং আমি ভাবছি এই ক্ষেত্রে তার বেশ মেধা রয়েছে এবং আমি সত্যি ভাবছি যে এটা যতদূর সম্ভব তার জন্য বাড়ীর মত হবে যেখানে সে লোকজনের সাথে কাজ করতে পারবে আসলে সে কথা বলতে পারবে। -প্যাভলোভ! -আমি যা জানতে চাচ্ছি তা হল, তুমি কি করতে চাও মানে আগামী কয়েক বছরে তোমার লক্ষ্য কি? -এখন আমার লক্ষ্য হচ্ছে আমি দেখতে চাই ইউনিক্স উইন্ডোজের চেয়ে দ্রুতগতিতে কাজ করবে। একবার যদি তুমি কাজ শুরু কর, তখন, আমরা দেখব। কিন্তু সেটি আমার লক্ষ্য। প্যাভলোভ, নেটস্কেপ দ্বারা নিযুক্ত হয়। সে কলেজ এ যাওয়া স্থগিত করল। এমন একটি বিষয়ে অংশ নিতে , যা একজন বিনিয়োগকারির মতে পৃথিবীর ইতিহাসে আইনগত সম্পদ সৃষ্টির সবচেয়ে বড় উপায়, ডেভিড রিডারম্যান একটি নতুন বিনিয়োগ ব্যাংকে চলে আসে। এটি তথ্য কেন্দ্র, অনেক ক্যাবল , অনেক ফাইবার। এটি হতে পারে এক ধরনের ইন্টারনেট সংযোগ তারা হতে পারে আমাদের ব্যবসার লাইন, আমাদের ফোন লাইন। আমরা অবকাঠামোর উপর নির্ভর করছি একটি উল্লেখযোগ্য বাণিজ্য ব্যাংক তৈরী করতে। আমাদের দৃষ্টিভঙ্গি এই যে ইন্টারনেট সবকিছু বদলে দেয় এবং আমরা সেসব কোম্পানিকে আর্থিক সহায়তা দিতে যাচ্ছি যারা এই পরিবর্তন আনার জন্য প্রতিনিধি হতে চায়। এই মোড়টির দিকে লক্ষ্য করুন, আমাদের এখানে একটি ব্যাংক আছে, আগামি দুই বছরে এটি এখানে নাও থাকতে পারে, অনলাইন ব্যাংকিং কেন নয়? Gap এর ওয়েবসাইট মার্কেটে এটি সবচেয়ে সফল বাণিজ্য ওয়েবসাইটের মধ্যে একটি। আমি জানিনা গ্যাপ কেন এটিকে পুনঃসংস্কার করছে না ? কেন তারা তাদের ওয়েবসাইট এ আর বেশি বিনিয়োগ করছে না? আমি জানিনা আজ থেকে দুই বছর পর এটি কোন দিকে মোড় নিবে। যখন আমি শুরু করেছিলাম মানুষ জানতো না HTML কি ছিল, বিশ্ব ওয়েব কি ছিল, এবং তারপর হঠাৎ করেই ইন্টারনেট এর ক্ষমতা যেটি সেখানে ছিল অনেক বছর , সবার জন্য সুলভ হয়ে গিয়েছিল একটি সহজ উপায়ে, পয়েন্ট এণ্ড ক্লিক, সার্বজনীন ভাষা। এটা ফ্যান্টাসিয়ার মত যখন মিকি এখানে দাঁড়ালো যে বইটা পাহাড়ের উপর, এবং সে ওটাতে দেখছে কি করা যায় এবং সে কিছু করছে। এবং সে জানে না যে সে কি করছে কিন্তু এইটা কিছু একটা করে ফেলে। এবং অবশ্যই জিনিশটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই থাকে তুমি জান না এইটা কেন কাজ করল, তুমি জান না এইটা কিভাবে কাজ করল তুমি খালি একটা বাটন চাপলে এবং এইটা কাজ করা শুরু করে দিল আমরা একটা বিশাল শিল্পের শুরুতে আছি এবং কে জানে এটা কতদূর যায়ে? এটি হয়ত আবার টেলিভিশনে রুপান্তর হতে পারে। এটি হয়ত ছোট ছোট কোম্পানি দ্বারা নিয়ন্ত্রণ হতে পারে যারা ঠিক করে আমরা কি দেখব এবং শুনব। এবং এটার অনেক উদাহরণ আছে। আমি শুধু একটি ট্র্যাকেই ছিলাম এবং ওইখানে ট্রেনগুলো আমার পাশ দিয়ে ক্রমাগত যাচ্ছিল, এবং কোন অবস্থাতেই আমি বলতে চাই না যে এইটা একটা খারাপ জিনিশ। আমি একটা খারাপ উত্তরাধিকারি হতে পারতাম। যদি এটি পরিত্যাক্ত হয়ে শেষ হয় নেটস্কেপ এবং ইন্টারনেট যেটা আমরা সবাই পছন্দ করি আমরা যা করি তা অনেক বেশি চাপ এবং অনেক তাড়ার মধ্যে। সবকিছু দ্রুত পরিবর্তন হয়েছে, স্পষ্টত, আপনি জানেন, নেটস্কেপ এর দিকে দেখুন। এটি শুরু হয়েছিল এবং শেষ হয়ে গিয়েছিল। আমি "শেষ হয়ে গিয়েছিল" শব্দটি ব্যবহার করতে চাইনা, তারা শব্দটি পছন্দ করবেনা। কিন্তু মূলত এটি শুরু হয়েছিল এবং থেমে গিয়েছিল চার বছরের মধ্যে। যা আমি মনে করি, বেশ দ্রুত। তারা অবশ্য এটিকে খুব দ্রুত মনে করে। ১৯৯৯ এর শেষের দিকে, মানুষ তখনও অপেক্ষা করে নেটস্কেপ এর প্রথম ওপেন সোর্স ব্রাউজার, প্রায় এক বছরেরও পরে মজিলা এটা বাজারে ছাড়ে বিচারক ও বিচার বিভাগ মাইক্রোসফট এর সাথে একটা ট্রাস্ট পরীক্ষা শেষ করল যেটা একটা একাধিকারি ছিল, যা নতুনত্বকে আটকে রেখেছিল এওএল যাত্রা শুরু করল একটি নতুন বড় অর্জনের সাথে এবং বিনিয়োগকারীরা টেকনোলজি স্টক কিনা শুরু করল যেই ব্যবসা সাথে অবিশ্বাস বাড়াতে থাকল। এখনো ইন্টারনেট যেমন তার পথ খুঁজে পায় দৈনন্দিন জীবনের প্রতিটি কোণে, তাই, বহুসংখ্যক প্রোগ্রামারও এবং তাদের কোড, দ্রুত কাজ করবে এবং গভীর রাতে।